• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

ঝাড়গ্রামে তৃণমূলকর্মী খুন

বিজেপির হামলায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর।এই ঘটনা ঘিরে নির্বাচনের প্রাক্কালে উত্তাল ঝাড়গ্রাম। সুত্রে জানা গিয়েছে নিহত তৃণমূল কর্মীর নাম দুর্গা সােরেন।

প্রতীকী ছবি (Photo: iStock)

বিজেপির হামলায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। এমনটাই অভিযােগ উঠল। এই ঘটনা ঘিরে নির্বাচনের প্রাক্কালে উত্তাল ঝাড়গ্রাম। স্থানীয় সুত্রে জানা গিয়েছে নিহত ওই তৃণমূল কর্মীর নাম দুর্গা সােরেন (৫০)। তার বাড়ি আগুই বনি এলাকায়।

রবিবার রাত সাতটার পর নতুরা বাজার এলাকায় ওই ব্যক্তি গিয়েছিলেন। তাকে একা পেয়ে বিজেপির লােকজন হামলা চালিয়ে ব্যাপক মারধর করে মেরে রাস্তার ধারে ফেলে দেয় বলে অভিযােগ।

রাত আটটার পর পরিবারের লােকজন খবর পেয়ে উদ্ধার করে ঝাড়গ্রাম। জেলা হাসপাতালে তাঁকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘােষণা করেন। মৃত ওই ব্যক্তির ভায়ের অভিযােগ সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন বলে তাকে হত্যা করল বিজেপির লােকজন।

এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখােপাধ্যায়। বলেন, এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এখনও কোনও অভিযােগ দায়ের করা হয়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।