অঙ্কিতা আচার্য, নদিয়া, ১৬ মার্চ— ঘোষণা হল লোকসভা নির্বাচনের দিনক্ষণ৷ আর এই আবহেই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ৷ মৃত তৃণমূল কর্মীর নাম শহিদুল শেখ (৩৬)৷ ভোটের মুখে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার থানাপাড়া থানার মুক্তারপুর এলাকার৷ সূত্রের খবর শুক্রবার রাতে বাডি় অদূরে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার হয়৷ ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
স্থানীয় সূত্রে খবর, এক বছর আগে এলাকারই কিছু কংগ্রেস কর্মীর সঙ্গে বিবাদে জড়ায় শহিদুল শেখ৷ এরপর ঘটনার কথা জানিয়ে থানাপাড়া থানায় ওই কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শহিদুল৷ সেই সময় বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটকও করেছিল পুলিশ৷ অভিযোগের তির উঠেছে সেই সময় কংগ্রেস আশ্রিত ‘দুষ্কৃতী’দের বিরুদ্ধেই৷
পরিবারের দাবি, শুক্রবার রাতে বাড়িতেই ছিলেন শহিদুল৷ তবে হঠাৎ বেশ কয়েকজন এসে তাকে বাডি় থেকে ডেকে নিয়ে যায়৷ তার কিছুক্ষণ পরেই রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা৷ এরপরই বাড়িতে খবর দেন তারা৷ পরিবারের দাবি, শহিদুলের সারা শরীরে ক্ষত ছিল৷ তড়িঘড়ি বাড়ির লোক তাঁকে হাসপাতালে নিয়েও শেষরক্ষা হয়নি৷ শহিদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা৷