পথদুর্ঘটনা রুখতে পরিবহন বৈঠক

পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। নিজস্ব চিত্র

সম্প্রতি বেপরোয়া বাসের ধাক্কায় ছাত্রের মৃত্যুর ঘটনার পর উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ বৃহস্পতিবার সল্টলেকের নগরোন্নয়ন ভবনে এক বৈঠকে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম, পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং কলকাতা ও বিধাননগর দুই কমিশনারেটের কমিশনাররা। উপস্থিত ছিলেন ডিজি রাজীব কুমারও। সরকারি পরিবহন নিগম, সরকারি ও বেসরকারি বাস ইউনিয়ন ও বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা ছিলেন এই বৈঠকে। মেয়র ফিরহাদ হাকিম বলেন, বেসরকারি বাসের কমিশন তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, রাজ্যে ‘সেফ লাইফ সেভ ড্রাইভ’ চালু আছে। এটা নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে। জনবহুল জায়গায় রেষারেষি করলে ড্রাইভারের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হবে। বাস মালিকদেরও তাঁদের ড্রাইভারদের সম্পর্কে সচেতন হতে হবে। সরকার এ ব্যাপারে নতুন আইন আনার কথা ভাবছে। বাস মালিকদের পক্ষে তপন ব্যানার্জি বলেন, ‘আমরাও অ্যাক্সিডেন্ট কমাতে চাই। সরকার গাইডলাইনস দিক, তারপর বিষয়টা দেখা যাবে।’ বৈঠক চলাকালীন দার্জিলিং থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে বৈঠকের বিষয়ে খবর নেন।