• facebook
  • twitter
Tuesday, 28 January, 2025

আগুন আতঙ্ক! হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

লোকাল ট্রেনে আগুন আতঙ্ক। হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। সোমবার সাতসকালের এই ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

লোকাল ট্রেনে আগুন আতঙ্ক। হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। সোমবার সাতসকালের এই ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যাত্রীদের চিৎকার শুনে ট্রেন থামিয়ে দেন চালক। প্রায় আধ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ফের স্বাভাবিক হয় পরিষেবা। চালকের প্রাথমিক অনুমান, যান্ত্রিক গোলযোগের কারণেই দুই কামরার মাঝে আগুন লেগে যায়।

সোমবার সকাল ৬টা ৪০ মিনিটে উত্তর ২৪ পরগনার বারাসত-হাসনাবাদ লাইনে একটি লোকাল ট্রেনে আগুন আতঙ্ক ছড়ায়। সন্ডালিয়া স্টেশনে ট্রেন ঢোকার মুহূর্তেই যাত্রীরা মহিলা কামরায় আগুন দেখতে পান। যাত্রীদের চেঁচামেচিতে ট্রেনটি ওই স্টেশনেই দাঁড়িয়ে পড়ে। যাত্রীদের দাবি, বেলিয়াঘাটা স্টেশন ছাড়তেই তাঁরা ধোঁয়া লক্ষ্য করেন। সন্ডালিয়া স্টেশনে পৌঁছতেই চালক ট্রেন দাঁড় করিয়ে দেন। অনেকেই ভয়ে ট্রেন থেকে নেমে যান।

রেল আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে দেখেন, চাকার সঙ্গে ব্রেকের সংঘর্ষে আগুন জ্বলেছে। এই নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানান তাঁরা। প্রায় আধঘণ্টা ট্রেনটি ওই স্টেশনে দাঁড়িয়েছিল বলে দাবি যাত্রীদের। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রাথমিকভাবে রেলের তরফে জানানো হচ্ছে, যান্ত্রিক সমস্যার কারণেই দুটি কামরার মাঝখানে আগুন লেগেছিল। এই মুহূর্তে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক বলেই জানা গিয়েছে।

ওই ট্রেনের এক যাত্রী বলেন, আমরা ধোঁয়া দেখতে পেয়েছিলাম।। কোনওক্রমে পালিয়ে জীবন বাঁচিয়েছি। আজ আর কোথাও যাব না। আজকের দিনটা কাজ বন্ধ হয়ে গেল। অনেকেই ট্রেন থেকে নেমে গিয়েছেন। প্রসঙ্গত, গত বছর শিয়ালদহ-বনগাঁ লোকালেও আগুন লেগে আতঙ্ক ছড়ায়। আপ বনগাঁ লোকাল সংহতি স্টেশনে পৌঁছনোর আগে চাকায় আগুন বেরতে দেখা গিয়েছিল।