বনগাঁ স্টেশন ঢোকার মুখে লাইনে ফাটল, ব্যাহত ট্রেন চলাচল

সাতসকালে শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। বনগাঁ স্টেশনের আগে রেললাইনে ফাটলের জন্যই ব্যাহত হয় পরিষেবা। প্রায় আধ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল বনগাঁ-শিয়ালদহ শাখায়। দ্রুত লাইন মেরামত করতে উদ্যোগ নেন রেলকর্মীরা। আধ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে এই ফাটল নজরে আসে। মাঝেরহাট যাওয়ার একটি লোকাল ট্রেন বেরিয়ে যাওয়ার পর থেকে শুরু হয় সারানোর কাজ। তারপর থেকে বেশ কিছুক্ষণ কোনও ট্রেন যাওয়া-আসা করেনি। যাত্রী সুরক্ষার স্বার্থে আপ এবং ডাউন, দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

ব্যস্ত সময়ে ট্রেন পরিষেবা বন্ধ থাকায় বনগাঁ-শিয়ালদহ লাইনের যাত্রীরা ভোগান্তির শিকার হন। ট্রেন থেকে নেমে অনেকেই যশোর রোডে গিয়ে বাস ধরেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ১৫ মিনিট ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। যুদ্ধকালীন তৎপরতায় তা সারানো হয়। কিছুক্ষণের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হয়।


মাসখানেক আগেই শিয়ালদহ-বনগাঁ শাখার অশোকনগর রোড স্টেশনে অবরোধের ঘটনা ঘটে। লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার প্রতিবাদেই এই অবরোধ বলে জানিয়েছিলেন নিত্যযাত্রীরা। অবরোধকারীদের অভিযোগ ছিল, বনগাঁ থেকে ওই ট্রেনটি মাঝেরহাট যাওয়ার কথা থাকলেও বেশিরভাগ দিন সেটি গন্তব্যে যায় না। কখনও বারাসত, কখনও কলকাতা স্টেশনে গিয়েই যাত্রা শেষ করে।

অবরোধ তুলতে সেদিন ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। অবরোধকারীদের সঙ্গে পুলিশের বচসাও শুরু হয়ে যায়। চ্যাংদোলা করে অবরোধকারীদের সরায় পুলিশ। পুলিশের লাঠির গায়ে আহতও হন বেশ কয়েকজন অবরোধকারী।