ওভারহেডের তার ছিঁড়ে হাওড়া-ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল ব্যাহত। বৃহস্পতিবার সকালে ৩৭৮২৪ ডাউন (হাওড়াগামী) বর্ধমান (মেন) লোকাল যাওয়ার সময় ব্যান্ডেল এবং হুগলি স্টেশনে মাঝে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। ফলে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় হুগলি, চুঁচুড়া, চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বরের মতো স্টেশনে অফিস যাওয়ার সময় বাড়তে থাকে ভিড়। পরিস্থিতি সামাল দিতে চুঁচুড়া থেকে ডাউনে হাওড়ামুখী ট্রেন চালানো শুরু করে রেল।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সকাল সওয়া ৮টা নাগাদ ডাউন বর্ধমান লোকালের প্যান্টোগ্রাফ জড়িয়ে যাওয়ার কারণে ওভারহেড তার ছিঁড়ে ট্রেন চলাচল ব্যাহত হয়। এদিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার আটকে পড়ে বেশ কিছু ট্রেন। হাওড়াগামী বর্ধমান-লোকাল দাঁড়িয়ে ব্যান্ডেল এবং আদিসপ্তগ্রামের মাঝে। হুগলি এবং ব্যান্ডেলের মাঝে দাঁড়িয়ে হাওড়াগামী ব্যান্ডেল লোকাল। অন্যান্য একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বর্ধমান ও কাটোয়াগামী বেশ কিছু ট্রেন। সব মিলিয়ে চরম ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা।
অনেকেই গঙ্গাপার করে নৈহাটি হয়ে কলকাতায় পৌঁছনোর চেষ্টা করছেন। অনেকে আবার সড়কপথেও গন্তব্যে পৌঁছনোর চেষ্টা শুরু করেছেন। আবার কেউ কেউ ট্রেন থেকে নেমে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের দিকে পায়ে হেঁটে রওনা হন। কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনই বলতে পারছেন না রেল আধিকারিকরা। যাত্রীরা যাতে ট্রেনের অপেক্ষা না করে বাসরুট বা অন্য কোনও ব্যবস্থা করে নেন, সেই পরামর্শ দেওয়া হচ্ছে রেলের তরফে।