• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রীর অচৈতন্য দেহ উদ্ধার

পুজোর মধ্যে রহস্যমৃত্যু হল এক মহিলা কাউন্সিলরের। তাঁর নাম - পূর্ণিমা কান্দু। চাঞ্চল্যকর এই ঘটনাটি পুরুলিয়ার ঝালদার।

পুজোর মধ্যে রহস্যমৃত্যু হল এক মহিলা কাউন্সিলরের। তাঁর নাম – পূর্ণিমা কান্দু। চাঞ্চল্যকর এই ঘটনাটি পুরুলিয়ার ঝালদার। আড়াই বছর আগে খুন হয়েছিলেন ওই মহিলা কাউন্সিলরের স্বামী তথা কংগ্রেস নেতা তপন কান্দু। শুক্রবার রাতে বাড়ি থেকেই অচৈতন্য অবস্থায় পূর্ণিমাকে উদ্ধার করা হয়। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ ঘিরে বাড়ছে রহস্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ণিমার সন্তানরা বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরে তাঁরা মা-কে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। উৎসবের মাঝে পূর্ণিমা কান্দুর মৃত্যুর ঘটনায় পুরুলিয়ার রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। পূর্ণিমা ঝালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর ছিলেন। বেশ কয়েক মাস উপ-পুরপ্রধানের দায়িত্বও সামলান ৪২ বছর বয়সী পূর্ণিমা।

পূর্ণিমার মৃত্যুর খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছন পুরুলিয়ার জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো সহ দলের একাধিক নেতা। ঝালদার আইসি পার্থসারথী ঘোষ সহ পুলিশের আরও কয়েকজন অধিকারিক ঘটনাস্থলে যান।

কংগ্রেসের পুরুলিয়ার জেলা সভাপতি নেপাল মাহাতো বলেন, কী কারণে মৃত্যু, তা ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে সেই রিপোর্ট হাতে না আশা পর্যন্ত কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

২০২২ সালের ১৩ মার্চ খুন হন ঝালদা পুরসভার দু’নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। বিকেলে হাঁটতে গিয়েছিলেন তিনি। সেই সময় আততায়ীদের গুলিতে মৃত্যু হয় তাঁর। প্রাথমিকভাবে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল তদন্ত করলেও পরে মামলাটি চলে যায় সিবিআইয়ের হাতে। ৭ জন গ্রেপ্তারও হয়। মামলাটি আপাতত বিচারাধীন।