হাওড়া সাঁতার শিখতে এসে জলে ডুবে মৃত্যু হলো ৯ বছর বয়সী এক শিশুর। ওই শিশুর নাম বিদীপ্ত ঘোষ।শুক্রবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটে হাওড়া স্বামীজী সংঘের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে , সাঁতার প্রশিক্ষন চলাকালীন।
সাঁতার শিখতে শিখতে অতিরিক্ত জল খেয়ে অসুস্থ হয়ে পড়ে বিদিপ্ত , পরে ধীরে ধীরে অচৈতন্য হয়ে পড়ে। ঘটনাটি প্রশিক্ষকদের নজরে আসার পর তাকে উদ্ধার করে জল বের করার চেষ্টা করা হয়। কিন্তু তাতে কোনো ফল না পেয়ে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাওড়া হাসপাতালে নিয়ে গেলে, তাকে মৃত ঘোষনা করেন চিকিৎসকরা।
জানা গেছে , অন্যান্য দিনের মতোই বিদীপ্ত মায়ের সাথে হাওড়ার ডুমুরজলা এলাকায় স্বামীজী সঙ্ঘ ক্লাবের সাঁতার প্রশিক্ষন কেন্দ্রে সাঁতার শিখতে এসেছিলো।
অন্যান্যদের সঙ্গে সেও সাঁতার শিখছিলো প্রশিক্ষকদের কাছে। এরপর হঠাৎই সে অতিরিক্ত জল খেয়ে অসুস্থ হয়ে পড়ে। ওই সময়ে উপস্থিত প্রশিক্ষকদের নজরে কিভাবে ঘটনাটি আসেনি সেটাই আশ্চর্যর বিষয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে চ্যাটার্জি হাট থানার পুলিশ। কিভাবে এবং কার গাফিলতিতে এই মৃত্যু তা জানতে তদন্ত শুরু করেছে চ্যাটার্জি হাট থানার পুলিশ।