সুনীতা দাস
সত্যজিৎ রায় থেকে ঋত্বিক ঘটক, মৃনাল সেন থেকে বুদ্ধদেব দাসগুপ্ত চলচিত্র জগতে তাদের অসামান্য সৃষ্টির জন্য গোটা বিশ্বে বাংলার নাম উজ্জ্বল করে গেছেন। সেই ধারা বজায় রেখেছেন বর্তমান প্রজন্ম। তবে শুধু প্রযোজক বা নির্দেশক ভালো হলেই ভলো ছবি হয়না, তাতে অভিনেতা-কলাকুশলীর ভূমিকাও সেই মানের হতে হয়। তবেই পথের পাঞ্চালি বা মেঘে ঢাকা তারার সৃষ্টি হয়। অসামান্য সেই সৃষ্টি তথা তাদের সঙ্গে যুক্তদের তাদের ভালো কাজের স্বীকৃতিও তো বড় পাওনা। সেই সুকৃতির কাজই করে চলেছে টলি সিনে সন্মান। এবার টলি সিনে সন্মান ২০২৪ যেন তার গত অনুষ্ঠানগুলিকে ছাড়িয়ে গেল। চোখ ধাঁধানো অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হল টলি সিনে সন্মান ২০২৪। এক রঙিন সন্ধ্যায় পাঁচতারা হোটেল বিভান্তায় টলি সিনে সন্মান ২০২৪ সিজন ২ এর আয়োজন যেন নক্ষত্রদের সমাবেশে অভূত মাত্রা পায় ।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের উদ্যোগে বিনোদন জগতের এক বিরাট সংখ্যক কলাকুশলীদের সমাবেশে এই সন্ধ্যা উৎসবের আকার নেয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুদীপ কুমার কুন্ডু, ট্যালেন্টিশের প্রতিষ্ঠাতা ও সিইও এবং পরিচালক
সুমা দে, টি-টকিজের প্রতিষ্ঠাতা এবং সিইও কিংশুক গিরি। এছাড়া যাদের উপস্থিতে অনুষ্ঠানটি অন্যান্য মর্যাদা পায় তারা হলেন, দেবাশীষ কুমার (বিধায়ক ও এমএমআইসি, কেএমসি, ক্রীড়া ও বিনোদন), ললিত কুমার চৌহান (নির্বাহী পরিচালক ও রাজ্য প্রধান, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন,পশ্চিমবঙ্গ), কর্নেল নেভেন্দ্র সিং (জয়েন্ট সিপি, কলকাতা পুলিশ), রাহুল রায় (আমেরিকান উদ্যোক্তা, চেয়ারম্যান ARC সমাধান), কর্নেল দীপ্তাংশু চৌধুরী (কারগিল যুদ্ধের নায়ক এবং সামাজিক কর্মী), শুভাশীষ সাহা (কারুকৃত পরিচালক), রাজীব পল (ভুতের রাজা দিল বোরের মালিক) প্রমুখ।
সুমা দে, টি-টকিজের প্রতিষ্ঠাতা এবং সিইও কিংশুক গিরি। এছাড়া যাদের উপস্থিতে অনুষ্ঠানটি অন্যান্য মর্যাদা পায় তারা হলেন, দেবাশীষ কুমার (বিধায়ক ও এমএমআইসি, কেএমসি, ক্রীড়া ও বিনোদন), ললিত কুমার চৌহান (নির্বাহী পরিচালক ও রাজ্য প্রধান, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন,পশ্চিমবঙ্গ), কর্নেল নেভেন্দ্র সিং (জয়েন্ট সিপি, কলকাতা পুলিশ), রাহুল রায় (আমেরিকান উদ্যোক্তা, চেয়ারম্যান ARC সমাধান), কর্নেল দীপ্তাংশু চৌধুরী (কারগিল যুদ্ধের নায়ক এবং সামাজিক কর্মী), শুভাশীষ সাহা (কারুকৃত পরিচালক), রাজীব পল (ভুতের রাজা দিল বোরের মালিক) প্রমুখ।
এবার আসি অনুষ্ঠানের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ সন্মান প্রদানে। এদিন টলি সিনে সন্মান ২০২৪ এ-র মঞ্চে প্রসেনজিৎ চ্যাটার্জী, ঋতুপর্ণা সেনগুপ্ত, অরিন্দম শীল, কৌশিক গাঙ্গুলি-চূর্ণী গাঙ্গুলি, দেবলীনা, মানসী সিনহা, অম্বরীষ ভট্টাচার্যের উপস্থিতি যেন নক্ষত্রের সমাবেশ ঝলমলে আকাশ।
টলি সিনে সন্মান ২০২৪ চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতার পুরুস্কার পান প্রসেনজিৎ চ্যাটার্জী তাঁর দশম অবতারে অভিনয়ের জন্য। আকরিকে অসামান্য অভিনের জন্য সেরা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সেরা গোল্ডেন জুবিলি জুটি: প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত (অজয়গো), গোয়েন্দা থ্রিলার চলচ্চিত্রের সেরা পরিচালক: অরিন্দম শীল (জঙ্গল মিতিন মাশি), সেরা পরিচালক: সৃজিত মুখার্জি (দশম অবতার), পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা, সমালোচক, পুরুষ: অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী) , প্রধান চরিত্রে সেরা অভিনেতা, মহিলা: চূর্ণী গাঙ্গুলী (অর্ধাঙ্গিনী)র জন্য। সেরা প্লেব্যাক গায়িকা, ইমান চক্রবর্তী (অর্ধাঙ্গিনী), সেরা প্লেব্যাক গায়ক, অনুপম রায় (দশম অবতার), সেরা সিনেমার পুরস্কারটি পেয়েছে দশম অবতার।
চলচিত্র ছাড়াও এদিন টিভি সিরিয়াল, ওটিটি, ব্লগার সহ বিভিন্ন খাতে সেরাদের হাতে তুলে দেওয়া হয় নানা পুরস্কার। টলি সিনে সম্মান ২০২৪ বিনোদন জগতের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে অসামান্য স্বীকৃতি প্রদান করে চলেছে৷