বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যের উপনির্বাচন নিয়ে বুধবার বৈঠক হয়েছে। দিল্লির নির্বাচন কমিশনের তরফে এই বৈঠক হয়। পশ্চিমবঙ্গ জানিয়ে দিয়েছে, পুজোর আগে ভােট করার জন্য তারা প্রস্তুত।
যদিও অসম সরকার জানিয়েছে, তাদের রাজ্যে এখন বন্যা পরিস্থিতি চলছে। তামিলনাড়ু জানিয়েছে সে রাজ্যে এখন উৎসবের মরশুম। তামিলনাড়ু সহ কয়েকটি রাজ্যের মােট ১৭ টি আসনের উপনির্বাচন নিয়ে বুধবার বৈঠক হয়েছে। আজ শুক্রবার বিধানসভার উপনির্বাচন নিয়ে বৈঠকে বসতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, এই নিয়ে জল্পনা বাড়ছে।