• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

আজ থাকবে ২৩ হাজার পুলিশ, ২৬ জন ডিসি, ১০ জন যুগ্ম কমিশনার, ৭১ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের ঘেরাটোপ

আজ কলকাতা পুরসভা ভোটে মোতায়েন থাকছে ২৩ হাজার পুলিশ, ২৬ জন ডিসি, ১০ জন যুগ্ম কমিশনার, ৭১ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের ঘেরাটোপ।

A polling official applies indelible phosphorus ink on the fore finger of a voter. (File Photo: IANS)

কলকাতা পুরভোটে নিরাপত্তা

• মোট ভোটগ্রহণ কেন্দ্র – ৪,৯৫৯

• নিরাপত্তা বাহিনী মোতায়েন ২৩,০০০

•স্পর্শকাতর কেন্দ্র ১,১৩৯

• সশস্ত্র বাহিনী ১১,০০০

• প্রত্যেক বুথে থাকবে ৩-৪ জন পুলিশ বা সশস্ত্র বাহিনীর জওয়ান

বুথ ও তার বাইরের নিরাপত্তা ব্যবস্থা

• কলকাতা পুলিশের ১৮ হাজার কর্মী

• রাজ্য পুলিশের ৫ হাজার কর্মীও থাকবেন

• থাকবেন ডিসি পদমর্যাদার ২৬ জন আধিকারিক

• নজরদারিতে থাকবেন ১০ জন জয়েন্ট কমিশনার

• ৭১ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার

• ২০০ জায়গায় বসানো হবে পুলিশ পিকেট

• পিকেটে থাকবেন সার্জেন্ট মদমর্যাদার আধিকারিক

• ৭৮ টি ক্লাস্টার মোবাইল এবং ক্যুইক রেসপন্স টিম

• একটি ক্যুইক রেসপন্স টিমে থাকবেন একজন আধিকারিক এবং ৩ পুলিশকর্মী

• বিশেষ ক্যুইক রেসপন্স টিমে থাকবেন ৪ জন সশস্ত্র পুলিশকর্মী

• শনিবার থেকে ৪ জন পুলিশ কর্মীকে নিয়ে ৭২ টি রেসপন্স টিম ভ্যান এবং র্যাফ শহর ঘুরবে

• ৩৫ টি স্পর্শকাতর এলাকায় এইচআরএফএস বা হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড থাকবে

• প্রতিটি থানায় দু’টি গাড়ি এবং বাইক