কলকাতা পুরভোটে নিরাপত্তা
• মোট ভোটগ্রহণ কেন্দ্র – ৪,৯৫৯
• নিরাপত্তা বাহিনী মোতায়েন ২৩,০০০
•স্পর্শকাতর কেন্দ্র ১,১৩৯
• সশস্ত্র বাহিনী ১১,০০০
• প্রত্যেক বুথে থাকবে ৩-৪ জন পুলিশ বা সশস্ত্র বাহিনীর জওয়ান
বুথ ও তার বাইরের নিরাপত্তা ব্যবস্থা
• কলকাতা পুলিশের ১৮ হাজার কর্মী
• রাজ্য পুলিশের ৫ হাজার কর্মীও থাকবেন
• থাকবেন ডিসি পদমর্যাদার ২৬ জন আধিকারিক
• নজরদারিতে থাকবেন ১০ জন জয়েন্ট কমিশনার
• ৭১ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার
• ২০০ জায়গায় বসানো হবে পুলিশ পিকেট
• পিকেটে থাকবেন সার্জেন্ট মদমর্যাদার আধিকারিক
• ৭৮ টি ক্লাস্টার মোবাইল এবং ক্যুইক রেসপন্স টিম
• একটি ক্যুইক রেসপন্স টিমে থাকবেন একজন আধিকারিক এবং ৩ পুলিশকর্মী
• বিশেষ ক্যুইক রেসপন্স টিমে থাকবেন ৪ জন সশস্ত্র পুলিশকর্মী
• শনিবার থেকে ৪ জন পুলিশ কর্মীকে নিয়ে ৭২ টি রেসপন্স টিম ভ্যান এবং র্যাফ শহর ঘুরবে
• ৩৫ টি স্পর্শকাতর এলাকায় এইচআরএফএস বা হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড থাকবে
• প্রতিটি থানায় দু’টি গাড়ি এবং বাইক