তৃতীয়বার ক্ষমতায় আসার আগেই রাজ্যের মহিলাদের হাতে অর্থ তুলে দিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন বন্দ্যোপাধ্যায়।
সেই নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেন মমতা।
এই প্রকল্পের বর্ষপূর্তি পালন করতে আজ লক্ষ্মীবারে বেলা একটা নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলার মা লক্ষ্মীদের লক্ষ্মীর ভাণ্ডার ভরবেন মুখ্যমন্ত্রী।
সুত্রের খবর, এদিনের অনুষ্ঠানে লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ বিতরণের পাশাপাশি প্রকল্পটিতে নতুন কোনও সংযোজন হতে পারে। একুশের বিধানসভা নির্বাচনের আগেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
বলেছিলেন জিতে ক্ষমতায় রাজ্যের ষাট বছর বয়সের নীচের মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা করে দেবে তাঁর সরকার।
জেনারেল ক্যাটেগরির মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা করে বছরে মোট ৮ হাজার টাকা করে পাবেন এই প্রকল্পে।
আর তপশিলি জাতি-উপজাতি সহ পিছিয়ে পড়া শ্রেণিভুক্তরা পাবেন মাসে ১ হাজার টাকা করে বছরে মোট ১২ হাজার টাকা।
সম্প্রতি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানোর জন্য প্রযুক্তিগত উদ্যোগ নিয়েছিলেন মমতা।
ইতিমধ্যে দুয়ারে সরকার প্রকল্পে বহু মহিলার এই প্রকল্পের আওতাভুক্ত হওয়ার আবেদনপত্র জমা পড়েছে।
আজ বৃহস্পতিবার ২০ লক্ষ মহিলার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত করার পরিকল্পনা রয়েছে।