শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন সদস্য পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় বর্তমানে ইডি হেফাজতে রয়েছে।
আদালতের নির্দেশে তাঁদের ১০ দিনের ইডি হেফাজতের মেয়াদ আজ বুধবার শেষ হচ্ছে। ফের এই দু’জনকে আজ আদালতে পেশ করা হবে।
শিক্ষক নিয়োগ দুর্নীতির রহস্য উন্মোচনে এবং সেই সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টি আর বিশদে খতিয়ে দেখতে এই দু’জনকে ফের নিজেদের হেফাজতে ইডি আধিকারিকরা চাইবেন বলে জানা যাচ্ছে। এদিন পণ্ডিতিয়া রোডের ফ্ল্যাটে অভিযান চালায় ইডি’র আধিকরিকরা।
অন্যদিকে পার্থর দিকে জুতো ছুঁড়ে বিজেপির নজরে শুভ্রা। সমাজমাধ্যমে শুভ্রার প্রশংসায় পঞ্চমুখ অনেক সাধারণ মানুষ।
বিজেপির আইটি বিভাগের সর্বভারতীয় প্রধান তথা রাজ্যের সহকারী বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্য শুভ্রাকে ‘প্রকৃত মহিষাসুরমর্দিনী’ বলে উল্লেখ করেছেন। শুভ্রার খালি পায়ে হেঁটে যাওয়ার ভিডিও অমিত মালব্য ট্যুইট করেছেন।
অন্যদিকে ডানকুনির লুধিয়ানা ধাবা, কোলাঘাটের শের-ই-পাঞ্জাব, ডায়মন্ড হারবারের দেবু’র হোটেলে মাঝেমধ্যেই নৈশভোজে যেতেন পার্থ অর্পিতা।
নিউটাউন ও গড়িয়ার একাধিক ধারাতেও তাঁদের দেখা যেত। শনিবার আমিষ খেতেন না অর্পিতা। সে কারণে ভবানীপুরের বলবন্ত সিং ধাবাতে তাঁদের দেখা যেত।
ফলের পাশাপাশি গরম সিঙ্গাড়া ও জিলিপি খেতে ভালবাসতেন পার্থ। অর্পিতা এবং পার্থ কালো ফরচুনা গাড়িতে নৈশ অভিযানে যেতেন।