• facebook
  • twitter
Saturday, 28 December, 2024

নন্দীগ্রামে বিজেপির হাতে ‘খুন’ তৃণমূল কর্মী

তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রবিবার রাতে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ৭ নম্বর জলপাই গ্রামে ঘটনাটি ঘটে।

তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রবিবার রাতে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ৭ নম্বর জলপাই গ্রামে ঘটনাটি ঘটে। অভিযোগ, বিষ্ণুপদ মণ্ডল নামে ওই তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়ে বিজেপির লোকজন। তৃণমূল কর্মীর দাদা গুরুপদ মণ্ডলকেও মারধর করা হয়। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ঘটনার নিন্দা জানিয়ে টুইট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

এক্স হ্যান্ডেলে কুণাল লিখেছেন, নন্দীগ্রামে বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীদের হামলায় খুন তৃণমূল কর্মী বিষ্ণুপদ মন্ডল। বুথ সভাপতি গুরুপদ মন্ডলের ভাই। ঘটনার তীব্র প্রতিবাদ করি। সব দোষীকে গ্রেপ্তারের দাবি জানাই। বিজেপি যে হামলা করবে, সেই আশঙ্কা ছিল। পুলিশকে লিখিতভাবে জানানোও হয়েছিল। তার পরেও বড়সড় তান্ডব করেছে বিজেপি। একাধিক সাংবাদিকও জখম। দোষীদের ধরুক পুলিশ।

এদিকে খুনের ঘটনার প্রতিবাদে সোমবার নন্দীগ্রাম বন্ধের ডাক দেয় তৃণমূল কংগ্রেস। সকাল থেকে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা-কর্মীরা। নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডল জানান, খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখা হবে।

খুনের ঘটনায় ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। নন্দীগ্রাম -১ ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, রবিবার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। আমরা দোষীদের কড়া শাস্তি চাই। যাতে দ্রুত দোষীদের গ্রেপ্তার করা হয় সেই জন্য সোমবার নন্দীগ্রামে বন‌্ধ-এর ডাক দেওয়া হয়।

অন্যদিকে নন্দীগ্রামের বিজেপি নেতা তথা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, খুনের বিষয়ে আমার কিছু জানা নেই। কী হয়েছে খোঁজ নিয়ে দেখব। মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। পুলিশ তদন্ত করুক। আইন আইনের পথে চলবে।

রবিবার তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ভোট ছিল। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কাঞ্চননগর হাই স্কুল ভোটগ্রহণ কেন্দ্রে বোমাবাজির ঘটনা ঘটে। ৬৯টি আসনের মধ্যে ৫৬টিতেই জয়ী হয়েছে তৃণমূল। বাকি ১৩টি জিতেছে বিজেপি। তবে নন্দীগ্রাম-১ ও নন্দীগ্রাম-২ ব্লকের ৭টি করে মোট ১৪টি আসনের মধ্যে ১৩টিতেই বিজেপি জেতে। এই নন্দীগ্রাম ১ ব্লকের পরিস্থিতিই সকাল থেকে উত্তপ্ত ছিল।