বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে পূর্ব মেদিনীপুর জেলায় বড় ধাক্কা খেল বিজেপি। ভগবানপুর-১ ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল গেরুয়া শিবিরের। শুক্রবার তৃণমূল কংগ্রেসের তরফে পঞ্চায়েত প্রধান পদে নির্বাচিত হন উমারানি ভুঁইয়া। আর উপ-প্রধান পদে বসেন শেখ আনোয়ার আলি।
মাসখানেক আগে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের অস্বাভাবিক মৃত্যু হয়। তিনি বিজেপি প্রতীকে নির্বাচিত ছিলেন। এর ফলে প্রধান পদ ফাঁকা হয়ে যায়। পঞ্চায়েত প্রধান নির্বাচনের জন্য ভোটাভুটি হয় শুক্রবার। তৃণমূল কংগ্রেসের পক্ষে ১২ জন এবং বিজেপির পক্ষে ৮ জন সদস্যের ভোট পড়ে। তবে একজন পঞ্চায়েত সদস্য অনুপস্থিত ছিলেন। এর ফলে সহজেই পঞ্চায়েত প্রধান নির্বাচনের ভোটে জয় পায় রাজ্যের শাসকদল।
ভগবানপুর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীনচন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা, যুব সভাপতি সৌরভকান্তি বেরার নেতৃত্বে নির্বাচন প্রক্রিয়া সুসম্পন্ন হয়। ভগবানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থরাও উপস্থিত ছিলেন। রবীনচন্দ্র মণ্ডল বলেন, ‘গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ও বিজেপি সমসংখ্যক আসন পেয়েছিল। টসে জিতে প্রধান পদ পায় বিজেপি। প্রধানের মৃত্যুর পরে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা বাড়ায় তৃণমূল পঞ্চায়েত দখল করেছে।’
প্রসঙ্গত, ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ২২টি আসনের মধ্যে তৃণমূল ও বিজেপি ১১টি করে আসন পেয়েছিল। টসে প্রধান নির্বাচিত হন বিজেপির সদস্য এবং উপ-প্রধান নির্বাচিত হন তৃণমূলের সদস্য। পরে বিজেপির একজন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ফলে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ায় ১২। সেই কারণে পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস।