• facebook
  • twitter
Wednesday, 9 April, 2025

আধার সংযুক্তির আগে ভোটার কার্ডের ত্রুটি দূর করতে হবে, কমিশনে তৃণমূল

সম্প্রতি ভোটার তালিকায় কারচুপি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে অভিযোগ তুলে ৬ মার্চ কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছিল তৃণমূল।

দেশের সব ভোটারদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করাতে তৎপর নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রশ্ন তুলে শুক্রবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছে তৃণমূল কংগ্রেস সাংসদদের একটি প্রতিনিধিদল। তাঁদের অভিযোগ, ভোটার তালিকায় কারচুপির সমস্যার সমাধান না করেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণে সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন।

সম্প্রতি ভোটার তালিকায় কারচুপি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে অভিযোগ তুলে ৬ মার্চ কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছিল তৃণমূল। নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের প্রশ্ন ছিল, কতগুলি ভোটার কার্ড যাচাই করা হয়েছে? কেন এখনও স্পষ্টভাবে জানানো হয়নি যে আধার সংযোগ ঐচ্ছিক? সুপ্রিম কোর্টে দেওয়া প্রতিশ্রুতি সত্ত্বেও কেন ফর্ম ৬-বি সংশোধন করেনি নির্বাচন কমিশন? কেন নির্বাচন কমিশন আধার-ভোটার আইডি সংযোগ ঐচ্ছিক করতে কেন্দ্রের অনুমোদন চেয়েছিল? পাশাপাশি কেন নির্বাচন কমিশন এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের অসম্মতিকে আদালতে চ্যালেঞ্জ করেনি? এই প্রশ্নগুলির এখনও পর্যন্ত কেন কোনও উত্তর দেওয়া হয়নি তা নিয়ে এ দিন সরব হয়েছিলেন তৃণমূলের প্রতিনিধি দল।

স্মারকলিপি জমা দেওয়ার পরে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এটি একটি বিপজ্জনক প্রবণতা। একই এপিক নম্বরে ৬০টি ভোটার কার্ড রয়েছে। সবার আগে নির্ভুল ভোটার কার্ডের বিষয়টি নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। সংসদের বাজেট অধিবেশনে এই বিষয়ে আলোচনার অনুমতি দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। আধারের সঙ্গে ভোটার সংযুক্তি নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছিল তার শুনানিতে কমিশন জানায়, আধারের সঙ্গে ভোটার সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়।