কেলগ কলেজের ঘটনার প্রতিবাদে কলকাতা সহ জেলাজুড়ে মিছিল করেছে তৃণমূলের মহিলা সংগঠন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মাঝে ভারতের ছাত্র ফেডারেশনের ইউকে ইউনিটের সদস্যরা পোস্টার হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন। এর জেরে অনুষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এর প্রতিবাদে শুক্রবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় মিছিল করেছে তৃণমূল মহিলা কংগ্রেস। কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত আয়োজিত মিছিলের নেতৃত্বে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজারা।
তৃণমূল জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য তথা দেশের প্রতিনিধি হিসেবে বিদেশে গিয়েছিলেন। সেই সময় বাম-রাম অসভ্যতা করেছে। বাংলার মানুষ ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের পরে ফের এই অসভ্যতার জবাব দেবে। পাশাপাশি মহিলাদের গালিগালাজ করার প্রতিবাদে বিজেপি নেতা দিলীপ ঘোষকেও মিছিল থেকে ধিক্কার জানান তৃণমূলের নেতা কর্মীরা।
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ডে বক্তৃতার সময় পরিকল্পিতভাবে যাঁরা অশান্তি সৃষ্টি করতে চেয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি থাকবে। শশী পাঁজা বলেন, প্রশ্নোত্তর পর্বে তাঁরা সহজেই বক্তব্য রাখতে পারতেন। এটা স্পষ্ট, তাঁদের উদ্দেশ্য প্রশ্ন করা নয়, বরং অপমান করা। লন্ডন বা বাংলা কোথাও মহিলাদের অপমান করা হলে, মানুষ তা মেনে নেবেন না।