• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

পুলিশ ব্যর্থ, ফিরহাদ ঠিক বলেছেন : সৌগত রায়

সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনার পরে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

তৃণমূল সাংসদ সৌগত রায়। ফাইল চিত্র।

ফিরহাদের পর এবার সৌগত রায়। পুলিশ প্রশাসনের সমালোচনায় সরব হলেন এই তৃণমূল সাংসদ। পাশাপাশি ফিরহাদ হাকিমের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন তিনি। খোদ তৃণমূল নেতাদের মুখে রাজ্যের পুলিশ প্রশাসনের সমালোচনা শুনে অস্বস্তিতে পড়েছে সরকার। এতদিন বিরোধীরা রাজ্যের প্রশাসন নিয়ে অসন্তোষ প্রকাশ করতেন। বর্তমানে পুলিশের কাজে বিরক্তি প্রকাশ করলেন তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতারা।

আরজি কর কাণ্ড থেকে শুরু করে কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌগত রায়। মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে সকলের সামনে অসন্তোষ প্রকাশ করেন তিনি। আরজি কর কাণ্ডে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌগত। কীভাবে সকলের সামনে দিয়ে আরজি কর হাসপাতালের চারতলার উপরে উঠে গেল সেই সিভিক ভলান্টিয়ার ? সৌগত রায়ের মুখে এই প্রশ্ন শোনা যায়। তাঁর কথায়, ‘কেন একটি মেয়ের সঙ্গেও এটা হবে? কেন আমরা এগুলো আটকাতে পারি না?’

সম্প্রতি কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা করা হয়েছিল। শেষ মুহূর্তে পিস্তল কাজ না করায় প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। এই নিয়ে পুলিশকে একহাত নেন সৌগত। তিনি বলেন, ‘পুলিশ কী করে? কলকাতা শহরে পিস্তল আসছে কীভাবে? বর্ডারে দেখার কোনও লোক নেই? পুলিশ কাউকে ধরতে পারে না?’ তিনি আরও বলেন, ‘সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টা হয়েছে। এটা পুলিশের ব্যর্থতা। পুলিশ কাজ করতে পারছে না। বিহার থেকে কীভাবে আসতে পারে অস্ত্র। এটা খুবই খারাপ, দুঃখের, চিন্তার।’
সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনার পরে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘এনাফ ইজ এনাফ। পুলিশকে বলব অ্যাক্ট নাও। ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? বলছে মুঙ্গের থেকে নাকি আর্মস আসছে। তাহলে সেটা আটকানো যাচ্ছে না কেন?’
সৌগত রায় এদিন ফিরহাদ হাকিমের এই বক্তব্যকে সমর্থন জানান। তিনি বলেন, ‘পুলিশ ব্যর্থ। অন্তর্ঘাত কি না এসব মন্তব্য করব না। কিন্তু পুলিশ ব্যর্থ। ফিরহাদ হাকিম ঠিক বলেছেন।’