• facebook
  • twitter
Wednesday, 9 April, 2025

নওশাদকে আইনি নোটিস অভিষেকের

অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে 'মিথ্যা ও বিভ্রান্তিকর' মন্তব্য করার অভিযোগ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ মন্তব্য করার অভিযোগ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। যার প্রেক্ষিতে এবার নওশাদকে আইনি নোটিস পাঠালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। উল্লেখ্য, ৩ এপ্রিল ওয়াকফ সংশোধনী বিল পাশের সময়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে উপস্থিত ছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নওশাদ। যা ভিত্তিহীন একেবারেই।

শনিবার নওশাদকে প্রমাণ সহ (সচিত্র) আইনি নোটিস পাঠালেন সঞ্জয় বসু। নোটিসে ব্যবহৃত চিত্রে স্পষ্ট দৃশ্যমান, ৩ এপ্রিল ওয়াকফ সংশোধনী বিল পাশের সময়ে সংসদে উপস্থিত ছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। পাশাপাশি ওয়াকফ আলোচনা থেকে ভোটাভুটি সবেতেই অংশগ্রহণ করেছিলেন তিনি। সংসদ চত্বরে মধ্যরাতেও দেখা গিয়েছিল সাংসদ অভিষেককে। আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে নওশাদ তাঁর সংশ্লিষ্ট বিবৃতি প্রত্যাহার না করলে এবং ওই বিবৃতির ব্যাখ্যা না দিলে অভিষেক কড়া আইনি পদক্ষেপ করবেন।

এবার প্রশ্ন হল, ঠিক কি বলেছিলেন নওশাদ? প্রসঙ্গত, বিরোধীদের বহু প্রতিবাদ, ১২ ঘন্টার বিতর্ক শেষে বৃহস্পতিবার লোকসভায় পাস হয় ওয়াকফ বিল। শুক্রবার রাজ্যসভাতেও পাস হয়েছে ওয়াকফ বিল। এই প্রসঙ্গেই আইএসএফ বিধায়ক বলেন, ‘৩ এপ্রিল অভিষেক বন্দোপাধ্যায় সংসদে ছিলেন? আমি তো অনেকক্ষণ ভিডিয়ো দেখছিলাম। আমি তো এটা খুঁজছি যে, সংসদে তৃণমূলের ক’জন সাংসদ উপস্থিত ছিলেন এবং ক’জন উপস্থিত ছিলেন না। আমিও দেখছি, তাঁদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কী ব্যবস্থা গ্রহণ করে। তারপরে কী ব্যবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণকে নিয়ে করতে হয় সেটা আমি দেখাব।’

এ ব্যাপারে অভিষেকের বিবৃতিও দাবি করেছিলেন তিনি। তারই প্রেক্ষিতে নওশাদকে আইনি নোটিস ধরিয়েছেন অভিষেক। নোটিসে আইনজীবী জানিয়েছেন, ‘সংসদে অভিষেক বন্দোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে নওশাদ গুজব ছড়াচ্ছেন। তাঁর বিবৃতি ও অভিযোগ মিথ্যা এবং তা অস্বীকার করছেন অভিষেক। মুসলিম সম্প্রদায়ের প্রতি সাংসদ অভিষেকের সহানুভূতি ও সৌভ্রাতৃত্ব বোধ রয়েছে। সেই কারণেই সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশের বিরোধিতা করেন অভিষেক। ৩ এপ্রিল সংসদে ওই সংশোধনী বিল পাশ নিয়ে ভোটাভুটির সময় শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ।’ প্রমাণ স্বরূপ অভিষেকের উপস্থিতি সংক্রান্ত একটি ছবিও ওই নোটিসের সঙ্গে পাঠানো হয়েছে।