জনসংযোগে বেরিয়ে নর্দমায় পড়লেন তৃণমূল বিধায়ক অসিত, পায়ে চিড়

জনসংযোগে বেরিয়ে দুর্ঘটনার মুখে পড়লেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। নর্দমায় পড়ে গিয়ে পায়ে চোট পান তিনি। পরিস্থিতি গুরুতর হওয়ায় ব্যান্ডেলে এক অস্থিরোগ বিশেষজ্ঞের কাছে যান তিনি। চিকিৎসকের পরামর্শ মেনে এক্স রে করাতেই দেখা যায়, পায়ের ওই অংশে হাড়ে চিড় ধরেছে। যন্ত্রণার পাশাপাশি ফোলাভাবও রয়েছে। ওষুধ দিয়ে আপাতত এক মাস বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসক।

বৃহস্পতিবার সকালে জনগণের অভাব অভিযোগের কথা শুনতে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যান অসিত মজুমদার। হঠাৎই নর্দমার স্ল্যাব ভেঙে পড়ে যান বিধায়ক। অসিত মজুমদারের পা নর্দমার ওই ভাঙা অংশে ঢুকে যায়। নিরাপত্তারক্ষীরা দৌড়ে এসে তাঁকে উদ্ধার করেন। দলের কর্মীরাও চলে আসেন। ব্যথা বাড়ায় জনসংযোগ বন্ধ রেখে ডাক্তারের কাছে যান চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।

চিন্তিত মুখে তৃণমূল বিধায়ক বলেন, অবৈধ জলের সংযোগ রয়েছে দেবানন্দপুর এলাকায়। ১০টা জল চুরির কেস রয়েছে। দুটো পাম্প ধরেছি। মানুষ জড়ো হয়েছে, জল পাচ্ছি না বলে তাঁদের অভাব অভিযোগ শুনছিলাম। হঠাৎ একটা ড্রেনের উপর থাকা স্লাব ভেঙে পড়ে যাই। ডাক্তার বলেছেন, চিড় ধরেছে। এক মাস রেস্ট নিতে। কিন্তু নানা কর্মসূচি রয়েছে।


গত লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভায় সাড়ে ৮ হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। তারপর থেকেই নিয়ম করে জনসংযোগে নামছেন তিনি। নভেম্বর মাস থেকে এই ‘দুয়ারে বিধায়ক’ কর্মসূচি শুরু করেছেন তিনি। এদিকে জনসংযোগ করতে গিয়ে বেশ কয়েকবার বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল বিধায়ক। যদিও বিধায়ক ওই সমস্ত ঘটনাকে ‘বিক্ষোভ’ বলে মানতে চাননি।