বকেয়া বেতন পাবেন না নদিয়া জেলার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলবন্দি ছিলেন মানিক। বেশ কয়েকমাস আগে জামিন পান তিনি। এরপর বন্দি থাকাকালীন সময়ের বকেয়া বেতন পাওয়ার জন্য তদ্বির শুরু করেন তৃণমূল বিধায়ক। কিন্তু তিনি সেই বেতন পাবেন না। সূত্রের খবর, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়ে দিয়েছেন, বকেয়া বেতন মানিক ভট্টাচার্য পাবেন না। বেতন না পেলেও মেডিক্যাল বিল পাবেন তিনি। ইতিমধ্যেই অবশ্য মেডিক্যাল বিল বিধানসভায় জমা দিয়েছেন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক।
বছর দু’য়েক আগে নিয়োগ দুর্নীতি মামলায় পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছিল ইডি। তারপর জেলেই ছিলেন তিনি। মাসখানেক আগেই মুক্তি পান তৃণমূল বিধায়ক। বন্দি থাকাকালীন মানিক ভট্টাচার্যের জন্য বাইরে থেকে বেশ কিছু ওষুধ আনতে হয়েছে। এনিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন প্রেসিডেন্সি জেলের সুপারের সঙ্গে। ইতিমধ্যেই বিধানসভার টিএ-ডিএ সেকশনে জমা দিয়েছেন চিকিৎসা সংক্রান্ত একাধিক বিল জমা দিয়েছেন মানিক ভট্টাচার্য। সেই টাকা অবশ্য পাবেন তৃণমূল বিধায়ক।
চিকিৎসার বিল নিয়ে মানিক ভট্টাচার্য আগে বলেছিলেন, আমার বেশ কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছিল। সেই ওষুধগুলি সরকারিভাবে পাওয়া যায়নি। ফলে সেই ওষুধগুলির খরচের বিল জমা দিয়েছি। এবার কী হবে, সেটা বিধানসভা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। নিয়ম অনুযায়ী, সাধারণত বিধায়কেরা তাঁর বা স্ত্রীর চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালের বিল বিধানসভায় জমা দেওয়ার সুযোগ পান। সেই টাকা তাঁরা ফেরতও পান।