• facebook
  • twitter
Saturday, 28 September, 2024

‘১০ হাজার মাঠে নামলে কী হবে তখন বুঝবে’, জুনিয়র ডাক্তারদের সাবধান হুমায়ুনের

জুনিয়র ডাক্তারদের যেমন আন্দোলন করার অধিকার রয়েছে ঠিক তেমনই তৃণমূলের ৩ কোটি ভোটার রয়েছে, মন্তব্য হুমায়ুনের

আরজি করের ঘটনায় এবার জুনিয়র ডাক্তারদের সম্পর্কে বেলাগাম মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে আরজি করের বিষয়ে কোনও ধরণের মন্তব্য করতে মানা করা হয়েছে দলীয় নেতা-কর্মীদের। তারপরেও থামছেন না ভরতপুরের দাপুটে বিধায়ক হুমায়ুন কবীর। জুনিয়র ডাক্তারদের যেমন আন্দোলন করার অধিকার রয়েছে ঠিক তেমনই তৃণমূলের ভোটাররা রয়েছে, এমনটাই জানান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

ভরতপুরের বিধায়কের কথায়, বাংলায় তৃণমূলের তিন কোটি ভোটার রয়েছে। তার মধ্যে দশ হাজার মাঠে নামলে কী হবে তখন বুঝবে। ডাক্তারদের তো দ্বিতীয় ভগবান বলা হয়। সেই সমস্ত ভগবানদের আচরণ দেখলাম ঢাক-ঢোল ও ড্রাম বাজাচ্ছে। সিগারেট মুখে নিয়ে নাচ করছে। এই বিষয়গুলি তো আন্দোলনের নামে চ্যাংড়ামো হচ্ছে।’

হুমায়ুন কবীর আরও জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতেই নোংরা ষড়যন্ত্র করছে বিরোধী দলগুলি। আর ষড়যন্ত্রের অংশীদার হচ্ছে জুনিয়র ডাক্তাররা। আন্দোলনের নামে অসভ্যতা শুরু হয়েছে। রাজ্যে মাত্র সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তার। সব চিকিৎসক মিলিয়ে মাত্র চুরানব্বই হাজার। তিন কোটি তৃণমূল কর্মী আছে। প্রয়োজনে রাস্তায় নামব। বিরোধিতা করব। মেডিক্যাল কলেজ, হাসপাতাল ঘেরাও করব। তাতে আমার যা হওয়ার হবে।’

এ প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘হুমায়ুন কোথায় কী বলেছেন, সেটা আমার জানা নেই। শীর্ষ নেতৃত্বের তরফে দলের অবস্থান স্পষ্ট করা হয়েছে। কেউ ব্যক্তিগত ভাবে কোনও মন্তব্য করলে তার দায় দল নেবে না।’