‘আন্দোলনে রাত জাগতে মেয়েরা মদ খাচ্ছে’, কটাক্ষ মন্ত্রী স্বপন দেবনাথের

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাত জাগাতে অংশ নেওয়া মহিলারা গভীর রাতে মদের দোকানে যাচ্ছেন, এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী স্বপন দেবনাথের কথায়, ‘মহিলারা মদ কিনে খাচ্ছেন। গভীর রাতে মদের দোকানে মদ খেতে যাওয়া মহিলাদের আমাদেরই পাহারা দিতে হচ্ছে।’

বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে পূর্ব বর্ধমানের কালনা বাসস্ট্যান্ডে একটি অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘রাত ২টো হোক বা ১১টা, মিছিল করা বা বা রাত জাগায় অংশ নেওয়ার পরিবেশ বাংলায় রয়েছে বলেই তো মেয়েরা তা করতে পারছে। আরজি কর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে মুখ্যমন্ত্রীর সমর্থন আছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মুখ্যমন্ত্রী চেয়েছেন। আমিও তাই চাইছি।’

মন্ত্রী স্বপন দেবনাথ আরও জানান, ‘আমার এলাকায় দেখেছি একটি দোকানে রাতে মেয়েরা মদ কেনে। খবরটা পাওয়ার পর, আমি দু-দিন পরপর সেখানে রাতে গিয়েছি। হোটেলে কোন মেয়েরা মদ খেতে যায় তা দেখতে। আমি হোটেলওয়ালাকে বলে এসেছি এখন থেকে আর কোনও মহিলাকে হোটেলে মদ খেতে দেওয়া যাওয়া যাবে না। এটাও তো আমাকেই দেখতে হয়। ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনও অঘটন ঘটে যায়, তখন কি হবে? সে জন্য তো আমাদের পাহারা দিতে হচ্ছে।’