• facebook
  • twitter
Thursday, 27 March, 2025

ছুটির আবেদন করেছিলেন ক’জন বিধায়ক? জানতে চাইল তৃণমূলের পরিষদীয় দল

বাজেট অধিবেশনে দলীয় নির্দেশ না মেনে অনুপস্থিত ছিলেন প্রায় ৫০ জন তৃণমূল বিধায়ক। ইতিমধ্যেই তাঁদের তালিকা তৈরি করেছে তৃণমূলের পরিষদীয় দল।

বাজেট অধিবেশনের শেষ দিন দলীয় নির্দেশ না মেনে অনুপস্থিত ছিলেন প্রায় ৫০ জন তৃণমূল বিধায়ক। ইতিমধ্যেই তাঁদের তালিকা তৈরি করেছে তৃণমূলের পরিষদীয় দল। গরহাজির বিধায়কেরা আগে থেকে ছুটির আবেদন জানিয়েছিলেন কি না, সেই সংক্রান্ত তথ্য এবার বিধানসভার স্পিকারের কাছে জানতে চাইল তৃণমূল। ১৯ মার্চ মুখ্যমন্ত্রী অধিবেশনে থাকায় হাজির ছিলেন ২১২ জন বিধায়ক। অথচ পরের দিন অর্থাৎ ২০ মার্চ, অনুপস্থিত ছিলেন প্রায় ৫০ জন। ওই বিধায়কদের নামের তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে তৃণমূলের পরিষদীয় দল।

সূত্রের খবর, অনুপস্থিত থাকা বিধায়কদের মধ্যে কারা কারা আগাম ছুটির আবেদন জানিয়েছিলেন, তা প্রথমে দেখা হবে। সেই বিষয়টি খতিয়ে দেখার পর তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি অনুপস্থিত থাকা বিধায়কদের ডেকে পাঠাবে। বিধায়কদের সশরীরে হাজির হয়ে অনুপস্থিতির কারণ জানাতে হবে কমিটির সামনে। সোমবার এই নিয়ে বিধানসভায় বৈঠক করেন পরিষদীয় মন্ত্রী তথা শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় এবং তৃণমূল পরিষদীয় দলের মুখ্যসচেতক নির্মল ঘোষ।

প্রথমে ঠিক হয়েছিল, ২৯ মার্চ ফের তৃণমূল ভবনে বৈঠকে বসবে শৃঙ্খলারক্ষা কমিটি। ইদের কারণে সেই বৈঠক পিছিয়ে যেতে পারে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘বিধায়ক হয়ে গিয়েছেন বলে দলের হুইপ মানবেন না, তা হতে পারে না। কত জন বিধায়ক ছুটি চেয়ে আবেদন জানিয়েছিলেন এবং কত জনের আবেদন মঞ্জুর হয়েছিল, সেই তথ্য হাতে পেলে শৃঙ্খলা রক্ষা কমিটি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। বিধায়কদের কাছে অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হবে।’

উল্লেখ্য, তৃণমূল পরিষদীয় দলের তরফে বিধায়কদের জানানো হয়েছিল, বাজেট অধিবেশনের শেষ দু’দিন, অর্থাৎ ১৯ এবং ২০ মার্চ সকলকে অধিবেশনের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকতে হবে। অর্থ সংক্রান্ত বিল পাস ও বিরোধীদের কথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত, সংসদ বা বিধানসভায় হুইপ জারির চল রয়েছে। এই হুইপের মাধ্যমে নিজেদের দলের বিধায়কদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। ‘তিন লাইনের হুইপ’-এ অনুপস্থিত থাকতে নিষেধ করা হয়। ১৯ মার্চ ২১২ জন তৃণমূল বিধায়ক বিধানসভার অধিবেশনে অংশ নিতে এসেছিলেন।‌ কিন্তু বাজেট অধিবেশনের শেষ দিনে তাল কাটে। দলীয় হুইপ অমান্য করে অনুপস্থিত থাকেন প্রায় ৫০ জন বিধায়ক।