• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপিকে মদত দেওয়ার অভিযােগ তৃণমূলের

পশ্চিম মেদিনীপুর জেলার বিধানসভা নয়টি কেন্দ্রের ৩৩০৯ বুথের মধ্যে প্রায় ৫০ টি বুথে বিজেপিকে ভােট দেওয়ার অভিযােগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

কেন্দ্রীয় বাহিনী (প্রতিনিধিত্বমূলক চিত্র) (Photo: IANS)

বৃহস্পতিবার দ্বিতীয় পর্বে পশ্চিম মেদিনীপুর জেলার নয়টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযােগ করল তৃণমূল কংগ্রেস।

পশ্চিম মেদিনীপুর জেলার বিধানসভা নয়টি কেন্দ্রের ৩৩০৯ বুথের মধ্যে প্রায় ৫০ টি বুথে বিজেপিকে ভােট দেওয়ার অভিযােগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভা কেন্দ্রের নিশ্চিন্তা ও কাওয়া গেড়িয়া বুথে ভােটের লাইনে দাঁড়ানাে ভােটারদের বিজেপিকে ভােট দেওয়ার কথা জানায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানা বলে অভিযােগ করলেন পিংলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অজিত মাইতি।

তিনি বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিজেপিকে মদত দিচ্ছে এবং বিজেপিকে প্রার্থীকে ভােট দেওয়ার কথা জানাচ্ছে। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক। তিনি বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন বলে জানান। শুধু পিংলা নয় খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের দুটি বুথে এই ধরনের ঘটনা ঘটেছে। ডেবরার দশটি বুথে একই ঘটনা ঘটেছে। কেশপুরের ছয়টি বুথে একই ঘটনা ঘটেছে। চন্দ্রকোনা দশ টি বুথে একই ঘটনা ঘটেছে, নারায়ণগড় এর পাঁচটি বুথে একই ঘটনা ঘটেছে। সবং কেন্দ্রে র পাঁচটি বুথে একই ঘটনা ঘটেছে, দাসপুরের পাঁচ টি বুথে একই ঘটেছে, ঘাটাল কেন্দ্রের পাঁচটি বুথে একই ঘটনা ঘটেছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যায়।

এছাড়াও তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভােট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি বলেও অভিযােগ। ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেরে প্রার্থী হুমায়ুন কবিরকে একটি বুধে ঢুকতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী। এ ছাড়াও বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী তাদের নানাভাবে হেনস্তা করেছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযােগ করা হয়েছে। যার ফলে বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃনমূলের প্রার্থী ও কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।