শিয়ালদহ থেকে পাকড়াও দুই নাবালিকা-সহ তিন রোহিঙ্গা

ফাইল ছবি

শিয়ালদহ স্টেশন থেকে পাকড়াও তিন রোহিঙ্গা। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দুই নাবালিকাকে কাশ্মীর পাচারের ছক! ধৃতদের জেরা করে আরও তথ্য জানতে চাইছে রেল পুলিশ।

সূত্রের খবর, শনিবার সকালে শিয়ালদহ স্টেশনে এক যুবক-সহ দুই নাবালিকার গতিবিধি দেখে সন্দেহ হয়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই প্রকাশ্যে আসে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি। ধৃতদের মধ্যে রয়েছে দুই নাবালিকা, যাদের বয়স ১২ বছরের মধ্যে বলেই অনুমান পুলিশের। অন্যদিকে ধৃত যুবকের নাম আবদুল রহমান। তারা সকলেই মায়ানমারের রাখাইন প্রদেশের ভুষিডোম এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে আটকে ছিল বাংলাদেশের ইডাভ্যালু আইটেপ ক্যাম্পে।

সূত্রের খবর, জেরার মুখে তারা জানিয়েছে, বাংলাদেশের ওই রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা পালিয়ে এসেছে অত্যাচারের কারণে। শুধু তাই নয়, জম্মু-কাশ্মীর নিয়ে গিয়ে নাবালিকাদের কাজে যোগ দেওয়ানোর কথাও ছিল তার বলে জানা গিয়েছে। তবে আদৌ কাজে যোগ, নাকি এর পিছনে রয়েছে মানবপাচার চক্র, তা জানার চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে জানার চেষ্টা চলেছে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা।