• facebook
  • twitter
Saturday, 12 April, 2025

কলকাতায় আসার পথে দুর্ঘটনা, তমলুকে মৃত্যু ৩ জনের

কলকাতায় চিকিৎসা করাতে আসার পথে দুর্ঘটনা মৃত্যু হল একই পরিবারের তিনজনের। তমলুক থানার কুমোরগঞ্জের কাছে ১১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।

প্রতীকী চিত্র।

কলকাতায় চিকিৎসা করাতে আসার পথে দুর্ঘটনা মৃত্যু হল তিনজনের। তমলুক থানার কুমোরগঞ্জের কাছে ১১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে একটি চার চাকা গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনায় জখম হয়েছেন একজন। তিনি তমলুক হাসপাতালে ভর্তি রয়েছেন। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। গ্যাস ট্যাঙ্কার ও গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে একই পরিবারের বেশ কয়েকজন একটি চার চাকা গাড়িতে কলকাতার উদ্দেশে রওনা দেয়। তমলুক থানার কুমোরগঞ্জের কাছে ১১৬বি জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে গাড়িটি। চার চাকা গাড়িটির টায়ার ফেটে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। দুর্ঘটনায় এক মহিলা-সহ তিনজনের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম দেবাশিস দাস এবং কমলা পাল। যে গাড়িচালকের মৃত্যু হয়েছে, তাঁর নাম সুদীপ মাইতি। গুরুতর জখম অবস্থায় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মমতা দাস নামে এক রোগী। কমলা ও দেবাশিস চণ্ডীপুরের এড়্যাশালের বাসিন্দা ছিলেন। গাড়ির চালক বাড়ি ছিল নন্দীগ্রামের দক্ষিণ খোদামবাড়ি এলাকায় এবং জখম মমতা মহিষাদলের বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশের অনুমান, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চাকা ব্যবহারের অযোগ্য ছিল। প্রসঙ্গত, শনিবার বীরভূমেও একটি দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রের খবর, শনিবার সকাল ৬টা নাগাদ বীরভূমের মহম্মবাজারে একটি পথ দুর্ঘটনা ঘটে। সাইকেল আরোহী সবজি বিক্রেতাতে পিষে দেয় একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সবজি বিক্রেতার।