এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে থ্রেট কালচার চালানোর অভিযোগ উঠল। দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার বিরুদ্ধে থ্রেট কালচার ও র্যাগিংয়ের অভিযোগ করেছেন ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন (পিএমআর) বিভাগের ডিপ্লোমা ইন ফিজিওথেরাপির কোর্সের প্রথম বর্ষের ছাত্রী। এই ঘটনায় চিকিৎসক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
এদিকে অভিযোগের বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবারই বৈঠকে বসে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যান্টি র্যাগিং কমিটি। কমিটির সিদ্ধান্ত মেনে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে সক্রিয় ভূমিকা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। অ্যান্টি র্যাগিং কমিটি বৈঠক করেছে।
সূত্রের খবর, সংশ্লিষ্ট বিভাগ থেকে পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত হয়। সেই পিকনিকে যেতে চাননি ওই ছাত্রী। এরপর থেকে দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছাত্রীটিকে হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ। ফোন, হোয়াটস অ্যাপে এবং সামনাসামনি হুমকি দেওয়া হয়। এরপর বিভাগীয় প্রধান ও কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ ওই ছাত্রী। অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠকে অভিযোগকারী ছাত্রীর বক্তব্য শোনা হয়। অভিযুক্ত পড়ুয়াকে ডাকা হলেও তিনি ছুটিতে থাকায় কমিটির বৈঠকে অনুপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। উপযুক্ত পদক্ষেপ করা হবে।