• facebook
  • twitter
Saturday, 26 April, 2025

এবার আসানসোল স্টেশনে হুড়োহুড়ি

সকালেই আসানসোল স্টেশন পরিদর্শন করেছিলেন পূর্ব রেলের ডিআরএম চেতনা নন্দ সিংহ

নিজস্ব চিত্র

দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আসানসোল স্টেশনে তৈরি হল হুড়োহুড়ির পরিস্থিতি। রবিবার সন্ধ্যায় স্টেশনে কুম্ভযাত্রীদের ভিড়ে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে আগে থেকে ব্যবস্থা নেওয়া হলেও ভিড় নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হয় রেলকে।

রবিবার সন্ধ্যায় আসানসোল–মুম্বই এক্সপ্রেস ধরতে আসানসোল স্টেশনে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই ট্রেন ধরার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

শনিবার রাতে দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনার পর বেশি করে সতর্ক হয়েছিল রেল। সেই মতো আসানসোলে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছিল। রবিবার সকালেই আসানসোল স্টেশন পরিদর্শন করেছিলেন পূর্ব রেলের ডিআরএম চেতনা নন্দ সিংহ। তাঁর নির্দেশ মতোই, স্টেশনের বাইরে অস্থায়ী ক্যাম্প করে যাত্রীদের রাখার ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও কুম্ভযাত্রীদের জন্য পার্সেল অফিসের পাশ দিয়ে বিকল্প রাস্তা করে দেওয়া হয়। কিন্তু তারপরেও অব্যবস্থা রোখা সম্ভব হয়নি।
এদিন সন্ধ্যায় দেখা যায়, চেয়ার, ব্যাগপত্র নিয়ে আসানসোল স্টেশনে ভিড় জমিয়েছেন কুম্ভযাত্রীরা। ট্রেন আসতেই সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড় নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয়।

উল্লেখ্য, নয়াদিল্লি স্টেশনে শনিবার রাতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আসানসোল স্টেশনে ফের হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হল।