এবার নবম ও দশম শ্রেণির চেকলিস্ট অনলাইনে

প্রতিকি ছবি (File Photo: iStock)

মারণ ভাইরাস করােনা আবহে মধ্যশিক্ষা পর্ষদ এবার বিজ্ঞপ্তিতে জানালাে এবার অনলাইনে চলবে নবম দশম শ্রেণির পড়াদের চেকলিস্ট। এতে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রকৃত সংখ্যা জানা যাবে। আগামী ১৫ দিনের মধ্যে এই তথ্য দিতে হবে।

ওয়েবসাইট চালু হবে আগামী ১৩ সেপ্টেম্বর। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে তথ্য আপলােড করতে হবে। মূলত আগামী মাধ্যমিকে পড়য়া কত সেই সংখ্যা জানতেই এই প্রক্রিয়া। সেইসঙ্গে ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি স্কুলের ক্যাম্প অফিসে রেজিস্ট্রেশন ফর্ম বিলি হবে।

সরকার অনুমােদিত প্রতিটি স্কুলের প্রধান শিক্ষককে ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে। রাজ্যের স্বীকৃত মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ক্যাম্প অফিস থেকে ওই ফর্মগুলি সংগ্রহ করবে।


বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, সমস্ত স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি আগামী ২৮ এবং ২৯ সেপ্টেম্বর ২০২১ সালের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ফর্ম ক্যাম্প অফিস থেকে সংগ্রহ করতে পারবে। ওয়েবসাইটটি www.wbbsedata.com।