এবার গরমের ছুটিতেও মিড ডে মিল পাবে পড়ুয়ারা

পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হল, এখন থেকে গরমের ছুটিতেও মিলবে মিড ডে মিল।

ইতিমধ্যে এই মর্মে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকের কাছে একটি নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে।

এবারই প্রথম সরকারের তরফে গরমের ছুটিতেও পড়ুয়াদের জন্য মিড ডে মিল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


স্কুল শিক্ষা দফতরের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি স্কুলের নির্দিষ্ট জায়গায় মিড ডে মিলের জন্য বরাদ্দ খাবার দিতে হবে পড়ুয়াদের মা বাবাকে ।

প্রতিটি পড়ুয়াকে দু’কেজি চাল, দু’কেজি আলু , ২৫০ গ্রাম ডাল জাতীয় শস্য, ২৫০ গ্রাম চিনি এবং একটি করে সাবান দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

২৫ তারিখ থেকে এই মিড ডে মিল অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে। সম্প্রতি গরমের ছুটি ১১ দিন থেকে বাড়িয়ে দেড় মাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাই গরমের ছুটিতেও যাতে পড়ুয়ারা নিজেদের মিড ডে মিল থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর।