• facebook
  • twitter
Monday, 16 September, 2024

এবার প্রেসক্রিপশনে প্রতিবাদ  ‘আরজি করের বিচার চাই।  অপরাধচক্রের বিনাশ চাই। ‘

দেবব্রত রায়ের দাবি, তিনি একা নন, তাঁর মত আরও অনেক চিকিৎসকই প্রেসক্রিপশানে এইরকম  স্ট্যাম্প ব্যবহার করবেন।  ওই চিকিৎসক জানিয়েছেন, ' এটা আমার নীরব প্রতিবাদ।'  

চিকিৎসকের প্রেসক্রিপশনে লালকালির স্ট্যাম্পে  জ্বলজ্বল করছে ‘আরজি করের বিচার চাই।  অপরাধচক্রের বিনাশ চাই। ‘  আর এই ভাবেই আরজিকর মেডিক্যালের ঘটনার  প্রতিবাদে সামিল হলেন এক চিকিৎসক।  এই অভিনব প্রতিবাদ যিনি করেছেন সেই চিকিৎসকের নাম দেবব্রত রায়।  তাঁর চেম্বার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উকিলপাড়া এলাকায়। সেই চেম্বারে যে রোগী যাচ্ছেন তাঁদের কাছে তিনি  যে  ওষুধ লেখা প্রেসক্রিপশন দিচ্ছেন, তার মধ্যেই স্ট্যাম্প দিয়ে  আর জি কর কাণ্ডের বিচারের  কথা তুলে ধরছেন তিনি। তাঁর লাল রংয়ের ওই স্ট্যাম্পে গোল করে লেখা,  ‘আরজি কর : বিচার চাই’।   অপরাধচক্রের বিনাশ চাই।’  মাঝখানে ইংরেজিতে লেখা ‘উই ওয়ান্ট জাস্টিস’।  ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ওই চিকিৎসকের প্রেসক্রিপশনের  ছবি ভাইরাল হয়ে গিয়েছে। দেবব্রত রায়ের দাবি, তিনি একা নন, তাঁর মত আরও অনেক চিকিৎসকই প্রেসক্রিপশানে এইরকম  স্ট্যাম্প ব্যবহার করবেন।  ওই চিকিৎসক জানিয়েছেন, ‘ এটা আমার নীরব প্রতিবাদ।’

তিনি আরও বলেন, ‘রাজ্য জুড়ে আরজি করের ঘটনার প্রতিবাদে সবাই সরব। আরজি করে চিকিৎসকের খুনের কথা আর কারও অজানা নয়। একজন উদীয়মান তরুনী চিকিৎসককে ”অন ডিউটি” অবস্থায় যেভাবে মেরে ফেলা হল এবং তাঁর ওপর যে  নৃশংস অত্যাচার চলেছে তার বিচার হোক শীঘ্রই।’  একই সঙ্গে ওই চিকিৎসক তদন্ত প্রক্রিয়ার গতি নিয়ে প্রশ্ন তুলেছেন।  তিনি জানিয়েছেন ঘটনার পর ২০ দিন কেটে গিয়েছে, তার পরেও তদন্তে কোনও ‘পজেটিভ  দিক’ দেখতে পাচ্ছেন না এতে তিনি হতাশ এবং বিরক্ত। ওই চিকিৎসক আরও জানাচ্ছেন, আরজিকরের ঘটনার পর যেভাবে আন্দোলন চলছে৷ তাঁর সঙ্গে তাঁর মতো অন্যান্য চিকিৎসকরাও রয়েছেন।  চিকিৎসকরা সকলেই শঙ্কিত।  কিন্তু প্রেসক্রিপশনে বিচার চাই  স্ট্যাম্প দিচ্ছেন কেন?  এই প্রশ্ন করা হলে, তিনি উত্তর দেন, ‘আমি একটি প্রতিবাদের মাধ্যম ঠিক করেছি।  এর মাধ্যমে আমরা আমাদের রোগীকে জানাতে চাইছি আমরা এই ঘটনার (আরজি কর চিকিৎসকের ধর্ষণ এবং খুন)  জন্য দুঃখিত এবং এর প্রতিবাদ করছি।’  তিনি আরও জানালেন, ‘চিকিৎসকদের কাছে রোগীরাই সব।  তাঁরাই আমাদের সবচেয়ে কাছের। তাঁদের কাছে আমাদের পরিস্থিতির কথা তুলে ধরছি। পশ্চিমবঙ্গের অনেক চিকিৎসক এইভাবে প্রতিবাদে সামিল হচ্ছেন। দু-একদিনের মধ্যে দেখবেন, অনেক চিকিৎসক এই একই পন্থায় প্রতিবাদ জানাচ্ছেন।