ওবিসি তালিকায় এল আরও তিন পদবি

চৌধুরী, বৈরাগ্য এবং বৈষ্ণব — বাংলার এই তিন পদবিকে ওবিসি তালিকাভুক্ত করার জন্য প্রস্তাব পাশ করা হল বুধবার, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এখন থেকে শিক্ষায়, চাকরিতে সংরক্ষণের সুযোগ পাবেন এই তিন পদবির মানুষজন।

একুশের বিধানসভা ভোটের আগে জে পি নাড্ডা এসে পশ্চিমাঞ্চলে বলেছিলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মাহিষ্য, তিনি ইত্যাদি অনগ্রসর হিন্দু জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করে সংরক্ষণের সুযোগ পাইয়ে দেবেন।

বর্তমানে বিজেপি হিন্দুত্বের জায়গা থেকে সরে এসে আদিবাসী, দলিত, অন্ত্যজ শ্রেণির মানুষদেরই অগ্রাধিকার দেওয়ার রাজনীতিতে নেমেছে।


বিজেপি’র তরফে যুক্তি মণ্ডল কমিশন বাংলায় ১৭৭টি জাতিকে অনগ্রসর শ্রেণি তথা ওবিসি তালিকাভুক্ত করার জন্য চিহ্নিত করেছিল।

এর মধ্যে মাত্র ৬৭ টি হিন্দু জাতিকে ওবিসির সংরক্ষণ দেওয়া হয়েছে। বাকি হিন্দু জনগোষ্ঠীকে এই সুবিধে দেওয়া হয়নি।

বিজেপির এই যুক্তির পাল্টা দিতেই আগামী পঞ্চায়েত ভোটের আগে আরও তিনটি পদবিকে ওবিসি তালিকাভুক্ত করল রাজ্য সরকার।