মদ বিক্রিতে বিধিনিষেধ নেই, খোলা পানশালাও, তবে বন্ধ সন্ধ্যার পরেই

রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি হতেই একগুচ্ছ বিধি নিষেধ জারি করে দিল নবান্ন। রবিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন কোথায় কেমন নিয়ন্ত্রণ জারি থাকবে তাও ঠিক করে দেওয়া হয়েছে রাজ্যের পক্ষে।

তবে তার মধ্যে মদের দোকান সম্পর্কে আলাদা করে কিছু বলা হয়নি। সাধারণ ভাবে দোকান বাজার সব কিছু রাত ১০ টায় বন্ধ করে দিতে হবে। আর রাত ১০ টা থেকেই শুরু হয়ে যাবে নাইট কার্ফু।

বাজারে একসঙ্গে ৫০ শতাংশের বেশি ক্রেতা থাকতে পারবে না এর থেকেই ধরে নেওয়া যেতে পারে মদের দোকানের ক্ষেত্রেও একই নিয়ম থাকছে।


পানশালাতেও রাত ১০ টা পর্যন্ত মদ পরিবেশন করা যাবে। রেস্তরাঁও ৫০ শতাংশ ক্রেতা নিয়ে রাত ১০ টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে শেষ সময় পর্যন্ত পানশালা বা রেস্তরাঁয় কাটানো যাবে না।