বিশিষ্ট অভিনেত্রী ও নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র প্রয়াত হলেন। রবিবার দুপুর ৩টে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা শাঁওলি মিত্র।
রবিবারই সিরিটির মহাশশ্মাণে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শেষকৃত্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঘোষ। নাট্যকর্মী অর্পিতা শাঁওলির প্রয়াণে বাংলার নাট্যজগৎ ও টলিউড গভীরভাবে শোকাচ্ছন্ন।
মহাভারতের নায়িকা দ্রৌপদীকে নিয়ে ‘নাথবতী অনাথবৎ’ নাটকে তার একক অভিনয় এখনও বাঙালির মনে উজ্জ্বল হয়ে আছে। ঋত্বিক ঘটকের ‘যুক্তি তক্কো গপ্প’ ছবিতে বঙ্গবালার অভিনয়ে সবার নজর কাড়েন।
বাবা শম্ভু মিত্রের মতোই শেষ ইচ্ছাপত্রে তিনি জানিয়ে যান, ফুলের ভারে তার দেহ যেন সেজে না ওঠে। দাহকার্যের ভার দিয়েছিলেন মানস পুত্র ও কন্যা সায়ক চক্রবর্তী ও অর্পিতা ঘোষের ওপর। সাধারণ মানুষের মতোই তাঁর শেষকৃত্য যেন হয়, এই নির্দেশও ছিল ইচ্ছাপত্রে।