পানিহাটির নিহত কাউন্সিলরের স্ত্রী মুখ্যমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে ‘মা’য়ের মতন। তাই তাঁর সঙ্গে দেখা করতে চান উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত।

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজনীতিতে যোগ দেওয়ার আবেদনও করতে চান তিনি।

গত সোমবার অনুপম হত্যায় সিবিআই তদন্তের দাবি করেছিলেন মীনাক্ষী। তবে মঙ্গলবার বলেছেন সিআইডি তদন্তের কথা বলেছেন।


গত রবিবার রাতে ওই ঘটনা ঘটার পর গত সোমবারেই তার তদন্তের ভার দেওয়া হয়েছে সিআইডি-কে। গত সোমবার সিআইডি-র পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থল ঘুরে দেখে।

অনুপম-হত্যায় জড়িতদের কড়া শাস্তির দাবি তুলেছেন তাঁর স্ত্রী মীনাক্ষী। পাশাপাশিই তিনি মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করতে চেয়েছেন মীনাক্ষী।

নিহত পানিহাটি কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত (Photo-SNS)

তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় মা। ওঁর কাছে আমার বিশেষ অনুরোধ, তাঁর সঙ্গে একবার যেন আমি দেখা করতে পারি।

আমার যা বলার ওঁকে বলব। আমার দু’টি সন্তান আছে। তাদের নিয়ে আগামী দিনে আমি কীভাবে চলব, তা আমি মায়ের কাছ থেকে জানতে চাই।’

নিহত কাউন্সিলর এর স্ত্রী মীনাক্ষী আরও বলেন, ‘আমি চাকরি চাই না। যে যুদ্ধে নেমে ধলু (অনুপম) জীবন হারিয়েছে, সেই যুদ্ধে আমি যাতে পায়ে পা মিলিয়ে চলতে পারি, উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যেন আমাকে সেই আশীর্বাদ যেন করেন। আমি সক্রিয় রাজনীতিতে আসতে চাই।’

অনুপমকে কারা হত্যা করেছে , সে বিষয়ে মীনাক্ষীর মন্তব্য, ‘এত বড় শত্রুতা কে করতে পারে জানতে চাইছি ।

রাজনীতি করতে গেলে পায়ে পায়ে বিপদ। পায়ে পায়ে শত্রু থাকে।’ তবুও রাজনৈতিকভাবে যুক্ত থাকতে চান তিনি।