জীবন সিংহের ভিডিও যারা সামাজিক যােগাযােগ মাধ্যমে ভাইরাল করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিতে চলছে পুলিশ। জলপাইগুড়িতে সাফ জানিয়ে দিলেন আইজি।
সম্প্রতি নিষিদ্ধ জঙ্গি সংগঠন কামতাপুর লিবারাইজেশন অর্গানাইজেশন এর চেয়ারম্যান তথা কমান্ডার ইন চিফ জীবন সিংহের গােপােন ডেরাতে করা একটি ভিডিও বার্তা সামাজিক যােগাযােগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।
যেই ভিডিও বার্তায় উত্তরবঙ্গকে আলাদা রাজ্য চেয়ে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিলেন জীবন সিংহ। সেই ভিডিও অনেকেই ভাইরাল করেছেন বলে খন্দ্র রয়েছে পুলিশের কাছে।
এবার তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিতে উদ্যোগী হয়েছে পুলিশ বলে জানান রাজ্য পুলিশের আই জি নর্থবেঙ্গল দেবেন্দ্র প্রকাশ সিং।
সেফ ড্রাইভ সেভ লাইফ এই ক্যাম্পেইনের পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষ্যে জলপাইগুড়ি জেলা পুলিশ আয়ােজিত একটি বর্নাঢ্য অনুষ্ঠানে যােগ দিতে জলপাইগুড়ি আসেন তিনি। এই অনুষ্ঠানে যােগ দেবার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।