প্রাক শীত এসে গেছে। তাপমাত্রা কমছে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে। রাত বাড়লেই নামছে তাপমাত্রা। বইছে হিমেল হাওয়া। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা হচ্ছে। বাংলায় শীত প্রায় চলে এসেছে। শনিবার কলকাতার তাপমাত্রা নামল ২০ ডিগ্রির নীচে।
রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে বলে গত সপ্তাহে জানিয়েছিল আলিপুর অফিস। আবহাওয়া জানিয়েছিল, এখন শীত না এলেও কালীপুজো পর্যন্ত সকালে শীতশীত ভাব মিলবে। সেই কথা সত্যি করে উত্তুরে হাওয়ার দাপটে তাপমাত্রা অনেকটাই নেমেছে রাজ্যে।
সঙ্গী হিমেল পরশ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম।
দার্জিলিঙে পারদ নেমেছে ৭.৯ ডিগ্রিতে। পুরুলিয়ায় ১৫.১ ডিগ্রি, বাঁকুড়ায় ১৬.৪, বর্ধমানে ১৭ এবং দিঘায় ১৭.৮ ডিগ্রি। আনুষ্ঠানিকভাবে রাজ্যে এখনও শীত আসেনি বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবু বেলা বাড়লেও গরম খুব বেশি পড়ছে না। মনোরমই থাকছে আবহাওয়া।
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ আরও বেশি থাকবে। দার্জিলিঙে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এখন বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ শুষ্ক ও শীতলই থাকবে নেই বলে জানা গেছে।