• facebook
  • twitter
Sunday, 12 January, 2025

ম্যারাথনে দৌড়তে গিয়ে মৃত ছাত্রী

১২ জানুয়ারি ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। পাতলাখাওয়া থেকে কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই দৌড়ের আয়োজন করা হয়েছিল। অংশগ্রহণ করেছিলেন ২৪১ জন ছাত্রছাত্রী।

হাসপাতালে শোক সন্তপ্ত ছাত্রীর ঘনিষ্ঠরা।

ম্যারাথনে অংশ নিতে গিয়ে মৃত্যু হল এক ছাত্রীর। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের উদ্যোগে রবিবার এই ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। সেখানে কিছুটা দৌড়ানোর পরই অসুস্থ হয়ে মৃত্যু হল ওই ছাত্রীর।
মৃত ছাত্রীর নাম রেয়াশ রাই। বয়স ১৯ বছর। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। রেয়াশের বাড়ি নর্থজ়োন গরুবাথান এলাকায়। রবিবার তিনি ম্যারথনে অংশগ্রহণ করেন। দৌড়ের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যুৎকুমার পাল জানিয়েছেন, প্রতি বছরের মতো এই বছরও স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে ১২ জানুয়ারি ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। পাতলাখাওয়া থেকে কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই দৌড়ের আয়োজন করা হয়েছিল। অংশগ্রহণ করেছিলেন ২৪১ জন ছাত্রছাত্রী। দৌড়ের সময় এক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসাপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, প্রায় ৬ কিলোমিটার পর্যন্ত দৌড়েছিলেন রেয়াশ। তারপর হঠাৎ তিনি রাস্তায় বসে পড়েন। এরপর সেখানেই শুয়ে পড়েন। এরপর সেখান থেকে তাঁকে উদ্ধার করেন ভলান্টিয়াররা। প্রথমে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয় পুন্ডিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় কোচবিহার মেডিক্যাল কলেজে। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।