‘না, আমি আছি জগদ্দল, তোকে সারিয়ে টেনে তুলবই, ভয় নেই’। সুবোধ ঘোষের ‘অযান্ত্রিক’ গল্পের নায়ক বিমলের এই কাতর প্রতিজ্ঞা আজও সকলের মনকে ব্যাকুল করে। সুবোধ ঘোষ তাঁর এই গল্পে তিলে তিলে বুঝিয়ে দিয়েছিলেন, জড় পদার্থের সঙ্গে রক্তমাংসের মানুষের কীভাবে আত্মিক যোগ তৈরি হয়। গল্পের নায়ক বিমল হলেও, তথাকথিত হিরো হয়ে আজও বাঙালির মধ্যে থেকে গিয়েছে বিমলের ‘জগদ্দল’। ফোর্ডের ওই গাড়িকে নিয়ে যখন সকলেই ব্যঙ্গ করতে ব্যস্ত, তখন বিমলের মাথায় ভর করত এই চিন্তা, কীভাবে জগদ্দলকে বাঁচিয়ে তোলা যায়। একরাশ স্বপ্ন নিয়ে নতুন করে বাঁচিয়ে তোলা গেলেও শেষ পর্যন্ত লোহার দরে বিক্রি হয় গল্পের জগদ্দল। কিন্তু বাস্তবের বিমল এবং জগদ্দল একেবারেই আলাদা। তাঁরা জানেন কীভাবে ইতিহাসের পাতা থেকে তুলে সংরক্ষণ করা যায় জগদ্দলদের। কীভাবে পরিচর্যা করা যায় তাদের। তারা কখনও তাঁদের সন্তান, কখনও আবার সঙ্গী।
তবে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেই সন্তান কিংবা সঙ্গীদের সঙ্গে নিয়ে প্রতিদিন আর যাওয়া হয় না গড়ের মাঠ কিংবা ভিক্টোরিয়ায়, যার প্রধান কারণ হিসাবে দায়ী করা যায় যানজটকে। আর ঠিক সেই কারণেই এই জগদ্দলদের আবার বুড়ো হাড়ের ভেলকি দেখানোর সুযোগ দিয়েছে ‘দ্য স্টেটসম্যান’ গ্রুপ। প্রতি বছরের মতো এ বছরও আয়োজন করা হয়েছে ‘দ্য স্টেটসম্যান ভিন্টেজ এবং ক্ল্যাসিক কার র্যালি’র, যা অনুষ্ঠিত হবে আগামী ১৯ জানুয়ারি রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব ময়দানে। অনুষ্ঠানের সূচনা করবেন আর্মি কমান্ডার (ইস্টার্ন কমান্ড) লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি। এ বছর ৫৪তম বর্ষে পা দিল ‘দ্য স্টেটসম্যান’ আয়োজিত এই ‘ভিন্টেজ অ্যান্ড ক্ল্যাসিক কার র্যালি’, যেখানে অংশ নেবে দেশি বিদেশি মিলিয়ে প্রায় ১৬০টিরও বেশি গাড়ি ও বাইক। তার মধ্যে অন্যতম আকর্ষণ হল একটি রোলস রয়েস, যা ভারতের প্রথম রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদ শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্যবহার করেছিলেন। একই সঙ্গে দেখা যাবে গায়ক হেমন্ত মুখোপাধ্যায় ব্যবহৃত প্লাইমাউথ। থাকছে জার্মানি নির্মিত স্টুয়ার্ড গাড়ি, যা বর্তমান বিশ্বে মাত্র একটি রয়েছে। বুধবার ‘দ্য স্টেটসম্যান গ্রুপ’-এর পক্ষ থেকে প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
সেখানে উপস্থিত ছিলেন দ্য স্টেটসম্যান গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন ভট্টাচার্য, বিজনেস হেড (ইস্টার্ন জোন) গোবিন্দ মুখার্জি, দ্য স্টেটসম্যান গ্রুপের ন্যাশনাল হেড পাবলিসিটি নীতীশ কাপুর, দ্য স্টেটসম্যানের সহযোগী সম্পাদক তরুণ গোস্বামী, দৈনিক স্টেটসম্যানের সম্পাদক শেখর সেনগুপ্ত, দৈনিক স্টেটসম্যানের সহযোগী সম্পাদক সৈয়দ হাসমত জালাল এবং দৈনিক স্টেটসম্যানের চিফ রিপোর্টার দেবাশিস দাস। মূলত কীভাবে এই অনুষ্ঠানের যাত্রা তাই সকলের উপস্থিতিতে তুলে ধরেন তাঁরা। ১৯৬৪ সালে দিল্লিতে প্রথম শুরু হয়েছিল এই ভিন্টেজ কার র্যালি, যা ক্রমেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পুরনো গাড়ির র্যালির তকমা ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে মানুষের উন্মাদনাকে মাথায় রেখে ১৯৬৮ সালে কলকাতাতেও শুরু হয় এই র্যালি, যা চলে আসছে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে। এ দিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পল্লব মুখোপাধ্যায়, অমিতাভ সাহা এবং ড. আনন্দ চন্দ, যাঁরা দীর্ঘদিন ধরে যুক্ত এই র্যালির সঙ্গে।
ছবি— বিশ্বজিৎ ঘোষাল