পুজো পরিক্রমা নিয়ে একগুচ্ছ পরিকল্পনা নিল রাজ্যের পরিবহন দপ্তর। এই পরিকল্পনাসূচিতে রয়েছে কলকাতা ও শহরতলীর বিখ্যাত পুজোগুলি ঘুরে দেখার নানা সুযোগ। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই পুজো পরিক্রমার বিশেষ উদ্যোগের কথা জানান পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মন্ডলও। পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের উদ্যোগে জলপথে ও স্থলপথে কলকাতা ও শহরতলীর বিখ্যাত পুজোগুলি ঘুরে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা।
পুজো পরিক্রমায় উৎসাহী দর্শনার্থীরা কলকাতার বনেদি বাড়ির পুজোগুলি ঘুরে দেখার সুযোগ পাবেন। তালিকায় রয়েছে শোভাবাজার রাজবাড়ী, রানী রাসমণির বাড়ি, ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি, সাবর্ণ রায় চৌধুরীর বাড়ির পুজোর মতো বিখ্যাত পুজোগুলি। দর্শনার্থীদের জন্য ব্যবস্থা থাকবে সকালের জলখাবার, মধ্যাহ্নভোজ, এবং বিকেলের স্ন্যাক্সের। থাকবে চা ও পানীয় জলের ব্যবস্থাও। এক্ষেত্রে ভলভো এসি বাসের ভাড়া মাথাপিছু ২০০০ টাকা, ৫ থেকে ১০ বছরের শিশুদের জন্য ১৫৫০ টাকা।
শহরতলি থেকে বাসে কলকাতার বিখ্যাত বারোয়ারি পূজামণ্ডপগুলি ঘুরে দেখানোর বন্দোবস্তও করা হয়েছে। একডালিয়া, বাগবাজার, সিংহী পার্ক, মুদিয়ালী, শিবমন্দিরের মতো মণ্ডপগুলি ঘুরে দেখানো হবে। এছাড়াও জলপথে উত্তর কলকাতার বিখ্যাত পুজোগুলি ঘুরে দেখার ব্যবস্থা থাকছে। জলপথে দেখানো হবে আহিরীটোলা, শোভাবাজার রাজবাড়ী, কুমোরটুলি পার্ক, বলরাম মন্দির ও মায়ের বাড়ি দেখার সুযোগ। ভাড়া মাথাপিছু ৮০০ টাকা । এক্ষেত্রেও দর্শনার্থীদের জন্য স্ন্যাক্স ও চায়ের ব্যবস্থা থাকবে।
ষষ্ঠী সপ্তমী, এবং অষ্টমী-নবমীতে দর্শনার্থীরা রাজ্য পরিবহণ নিগমের উদ্যোগে ঠাকুর দেখার এই বিশেষ পরিষেবা ও সুযোগ পাবেন। বিস্তারিত খবর ও অনলাইন বুকিংয়ের যাবতীয় খবর মিলবে www.wbtconline.in -এ।