• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

রাজ্য’কে ফের তােপ রাজ্যপালের

ফের রাজ্যের নিরাপত্তা প্রসঙ্গে রাজ্য পুলিশকে বিধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পশ্চিমবঙ্গ আল কায়েদাদের নিরাপদ ডেরা হয়ে উঠছে বলে তাঁর দাবি।

রাজ্যপাল জগদীপ ধনকড়। (File Photo: IANS)

ফের রাজ্যের নিরাপত্তা প্রসঙ্গে রাজ্য পুলিশকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পশ্চিমবঙ্গ আল কায়েদাদের নিরাপদ ডেরা হয়ে উঠছে বলে তাঁর দাবি।

এবার রাজ্যপালের নিশানায় রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিংকর পুরকায়স্থ ও অভ্যন্তরীন নিরাপত্তা বিভাগের মুখ্য উপদেষ্টা রিনা মিত্র। ধনকড়ের অভিযােগ, এই দু’জনের নিয়ােগের পরও রাজ্যের নিরাপত্তা যথেষ্ট বিঘ্নিত। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্পষ্ট কোনও মত প্রকাশ করছে না কেন বলেও প্রশ্ন তােলেন রাজ্যপাল ধকড়।

প্রসঙ্গত, গত মাসে মুর্শিদাবাদ থেকে আল-কায়েদা জঙ্গি সন্দেহে সাত যুবককে গ্রেফতার, জেলায় জঙ্গি নেটওয়ার্কের সন্ধান, অস্ত্র কারখানা, বেলেঘাটায় বােমা বিস্ফোরণ- সহ একাধিক বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজাপাল।

তাঁর দাবি, আল কায়দার মত জঙ্গিরা পশ্চিমবঙ্গকে তাদের নিরাপদ ডেরায় পরিণত করেছে, গড়ে উঠেছে বেআইনি বোমা কারখানা। রাজোর অভ্যন্তরীন নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত। রাজ্যপালের মতে, সুরজিকর পুরকায়স্থ ও রিনা মিত্র থাকার পরও নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটছে না।