বীরভূমের ভয়াবহ বিস্ফোরণের ঘটনার বলি ৬ জন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ১ জন। এই ৬ পরিবার পিছু আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ জানান, মৃতদের পরিবার পিছু ৩২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে এবং পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। যে সংস্থার কয়লাখনি ছিল সেই সংস্থার তরফে আইন মোতাবেক পরিবারপিছু ৩০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং সরকারের তরফে পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্য সচিব। ঘটনায় এখনও পর্যন্ত সরকারিভাবে ৬ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়েছেন , মোট ৯ জন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। চিকিৎসাধীন ৩ জনের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রসঙ্গত, এই কয়লাখনি মূলত ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের কয়লাখনি। শারদ উৎসবের প্রাক্কালে এই মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেন মুখ্যসচিব।