রাজ্যে কোভিড পরিস্থিতি দেখভাল করার জন্য আরও একটি টাক্স ফোর্স গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর। এই টাস্ক ফোর্সের মাথায় রয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি ছাড়াও হােম অ্যান্ড প্ল্যানিং বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব, পঞ্চায়েত ও গ্রামােন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, অর্থ দফতরের প্রধান সচিব, কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্যের স্বাস্থ্য সচিব এই কমিটিতে রয়েছেন।
এই টাস্ক ফোর্সের কাজ রাজেরি হাসপাতাল গুলিতে পর্যাপ্ত শয্যা সংখ্যা রয়েছে কিনা, সেই সঙ্গে কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে নিয়মিত নজরদারি রাখা। এই অ্যাপেক্স টাস্ক ফোর্সকে সহায়তা করার জন্য আরও একটি বিশেষ ওয়ার্কিং পলেসি তৈরি করা হচ্ছে।
এখানেও থাকছেন ছয় জন দক্ষ আইএএস অফিসার। বিপর্যয় মােকাবিলা দফতরের প্রধান, খাদ্য সরবরাহ দফতরের সচিব হাওড়া পুরসভার কমিশনার, পশ্চিমবঙ্গ কৃষি বিপণন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর এই ওয়ার্কিং গ্রুপে থাকছেন।