আগামী ২রা মার্চ বকেয়া ১০৮টি পুরসভার ফলাফল ঘোষণা হবে: কমিশন 

রাজ্যের বকেয়া ১০৮টি পুরসভার ভোটের ফলপ্রকাশের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ২রা মার্চ হবে গণনা। বুধবার বিজ্ঞপ্তি জারি করে দিনক্ষণ জানানো হয়েছে।

আগামী ২৭শে ফেব্রুয়ারি দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি , উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার উলুবেড়িয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূমের মোট ১০৮টি পুরসভায় ভোট।

ইতিমধ্যে মনোনয়ন জমা এবং প্রত্যাহারও হয়ে গিয়েছে। ৯ই ফেব্রুয়ারির পর্যন্ত মনোনয়ন জমা দেন প্রার্থীরা।


১২ই ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা ছিল। তবে কবে ফলপ্রকাশ হবে তা এতদিন অজানাই ছিল।

বুধবার বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়ে দেয় আগামী ২রা মার্চ হবে ভোটগণনা। বকেয়া পুরসভার ভোটে অশান্তির আশঙ্কা বিরোধীরা।

ওই পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী রাখা সম্ভব কিনা, সে বিষয়ে রাজ্য সরকারকে প্রশ্ন করে রাজ্য নির্বাচন কমিশন।

যে পুর এলাকাগুলিতে ভোট সেখানে আপাতত দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি বন্ধ রাখা যায় কিনা, সে বিষয়েও রাজ্য সরকারের কাছ থেকে তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট।

আগামী সোমবার হলফনামা আকারে তথ্য জানাতে হবে। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন হলফনামায় এ বিষয়ে কী উল্লেখ করে, সেদিকেই নজর সকলের।

রাজ্যের বকেয়া ১০৮টি পুরসভার ভোটের ফলপ্রকাশের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ২রা মার্চ হবে গণনা। বুধবার বিজ্ঞপ্তি জারি করে দিনক্ষণ জানানো হয়েছে।