• facebook
  • twitter
Thursday, 16 January, 2025

ফের পশ্চিমি ঝঞ্ঝায় বাধা উত্তুরে হাওয়া, কনকনে শীত কি ফিরবে?

সম্প্রতি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর-পশ্চিম ভারতে। এরফলে উত্তুরে হাওয়া ফের বাধাপ্রাপ্ত হচ্ছে। এই সময়ে আবহাওয়া থাকবে সাধারণত শুষ্ক। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

ফাইল চিত্র

ফের পশ্চিমী ঝঞ্ঝার দাপট। ফলে দীর্ঘ কয়েক সপ্তাহের বাধা কাটিয়ে বর্ষবরণের রাতে জাঁকিয়ে শীত ফিরলেও দুই সপ্তাহ যেতে না যেতেই যে কে সেই অবস্থা। যদিও এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেও বারবার পারদ যথেষ্ট ওঠানামা করেছে। এখন আবার পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। ফলে শীত দূর অস্ত, পুনরায় ফাগুনের হালকা উষ্ণ ছোঁওয়া রাজ্যজুড়ে।

তবে এই অচলাবস্থা কতদিন চলবে? ফের কি কনকনে শীত ফিরে আসবে রাজ্যে? এ বিষয়ে আবহাওয়া দপ্তর বেশ কিছু পূর্বাভাস দিয়েছে। জানিয়েছে, শীতের আমেজ কিছুটা থাকলেও চলতি সপ্তাহে আপাতত কনকনে ঠান্ডা পড়বে না। বিশেষ করে আগামী চার থেকে পাঁচদিন রাজ্যের বর্তমান তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তবে সপ্তাহের শেষে কিছুটা আশার আলো দেখা যেতে পারে। এই সময়ে তাপমাত্রা অনেকটাই কমবে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস।

জানা গিয়েছে, সম্প্রতি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর-পশ্চিম ভারতে। এরফলে উত্তুরে হাওয়া ফের বাধাপ্রাপ্ত হচ্ছে। এই সময়ে আবহাওয়া থাকবে সাধারণত শুষ্ক। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গে। বিশেষ করে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বেশি কুয়াশার সম্ভাবনা থাকবে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও কুয়াশা দেখা দিতে পারে। দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে তুলনামূলকভাবে কুয়াশার সম্ভাবনা অনেক বেশি।