গত ৮ সেপ্টেম্বর ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে ব্যাপক বোমাবাজির ঘটনায় এনআইএ ২ জনকে গ্রেফতার করল এনআইএ-র আধিকারিকরা। তারা হলেন রাহুল কুমার এবং বাদল বাসফোর। ভাটপাড়া থেকেই তাদের গ্রেফতার করা হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, অর্জুনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। সেই সময়ে বিজেপি বারবার তৃণমলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল। পাল্টা শাসকদলের বক্তব্য ছিল, বিজেপির গোষ্ঠী কোন্দলেই এই ঘটনা ঘটছে।
তবে ব্যারাকপুর শিল্পাঞ্চল বা বলা ভালো ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদ্দলের অশাস্তি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে ব্যারাকপুর কমিশনারেটের ভূমিকায়। উনিশের লোকসভা ভোটের পর থেকে সেই যে অশান্তি শুরু হয়েছে এই অঞ্চলে তা থামার কোনও নামই নেই।
নাগরিকরাও সম্ভ্রস্ত। একাধিক সিপি কে বদল করেও ব্যারাকপুরের শান্তি ফেরানো যায়নি। এবার অর্জুনের বাড়ির সামনে সিরিয়াল বোমাবাজির ঘটনায় পদক্ষেপ করল এনআইএ।