• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

সবংয়ে প্রাণীসম্পদ দফতরের নতুন ভবন

মানস ভুইয়া জানান, বিধায়ক গীতারানি ভুইয়ার অনুরােধে ভ্রাম্যমান পশু চিকিৎসার জন্য মুখময় দেওয়া দুটি মােবাইল ভ্যান্য সবংয়ের বিভিন্ন অঞ্চল ঘুরে কাজ করবে।

মানস ভুঁইয়া (ছবি: IANS)

সবং ব্লকের প্রাণীসম্পদ ভবনের নবনির্মিত ভবন ওয়াল মাধ্যমে কলকাতার নেতাজি ইন্ডাের স্টেডিয়াম থেকে উদ্বোধন করলেন মুখামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবংয়ে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডা.মানস ভুইয়া, জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ জারিনা ইয়াসমিন, জেলা প্রাণীসম্পদ দফতরের ডেপুটি ডিরেক্টর তুষার সামন্ত, বিডিও তুহিনশুভ্র মহান্তি, সবং পঞ্চায়েত সমিতির প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স প্রমুখ।

বিএলডিএ শিশির মণ্ডল বলেন, ভবনটি তৈরি তে ১ কোটি ১৮ লক্ষ টাক্স খরচ হয়েছে। মানস ভুইয়া জানান, বিধায়ক গীতারানি ভুইয়ার অনুরােধে ভ্রাম্যমান পশু চিকিৎসার জন্য মুখময় দেওয়া দুটি মােবাইল ভ্যান্য সবংয়ের বিভিন্ন অঞ্চল ঘুরে কাজ করবে। সবংয়ে একটি পশু স্বাস্থ্য কেন্দ্র তৈরির অনও বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।