• facebook
  • twitter
Wednesday, 6 November, 2024

গোর্খাল্যান্ডের দাবিতে রাজনৈতিক সমীকরণ বদলের পথে পাহাড়

অস্তাচলে হামরো পার্টি

প্রতিনিধিত্বমূলক চিত্র

ফের রাজনৈতিক সমীকরণ বদল। পালা বদলের হাওয়া লেগেছে পাহাড়ে। অস্তাচলে হামরো পার্টি। সেক্ষেত্রে গোর্খাল্যান্ডের দাবিতে পৃথক দল গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে নয়া দল গঠনের সম্ভাবনা তৈরি হলেও মাথা একই থাকছে। তিনি হলেন অজয় এডওয়ার্ড। পৃথক দল গঠনের প্রধান উদ্যোক্তা অজয় এডওয়ার্ড ঘনিষ্ঠ কালিম্পং পাহাড়ের এক জনপ্রিয় টিভি চ্যানেলের কর্ণধার নরেন্দ্র তামাং। তিনি কয়েক মাস থেকেই জিটিএ-র সমালোচনায় মুখর ছিলেন। পাশাপাশি দাবি আদায়ের জন্য গোর্খাদের জোট বাঁধার ডাক দিয়ে যাচ্ছেন তিনি। এমতঅবস্থায় পাহাড়ে আবারও অশান্তির আবহ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এ প্রসঙ্গে দার্জিলিংয়ের অজয় এডওয়ার্ড সংবাদমাধ্যমকে বলেন, ‘৬ নভেম্বরের পর হামরো পার্টির অস্তিত্ব থাকবে না। পাহাড়ে নতুন দল গঠন হবে। নির্বাচন কমিশনে হামরো পার্টির রেজিস্ট্রেশন সম্ভব হচ্ছে না। তাই এই সিদ্ধান্ত।’

অজয় আরও জানান, নতুন দলে শামিল হচ্ছেন জিটিএ-র প্রাক্তন সভাসদ সঞ্জয় থুংলং-সহ কয়েকজন। দল গঠনের প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। পাহাড়ের বিভিন্ন দলের নেতৃত্ব যোগাযোগ করছেন। নতুন দলের কর্মসূচিতেও থাকছে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি। পাশাপাশি জিটিএ-র বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা।

ওদিকে নরেন্দ্র তামাংয়ের বক্তব্য, ‘৬ নভেম্বর শিলিগুড়িতে চূড়ান্ত বৈঠকে দলের নাম, সংবিধান ঠিক হবে। নভেম্বরের শেষে দল আত্মপ্রকাশ করবে।’ তিনি আরও জানান, গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন বিধায়ক গৌলেন লেপচা নতুন দলে যোগ দিচ্ছেন। হরকা বাহাদুর ছেত্রীর সঙ্গে কথা চলছে। যদিও পাহাড়ের রাজনৈতিক মহল সূত্রে জানা গিয়েছে, দল চালাতে গিয়ে বেশ সমস্যায় পড়েছেন অজয়। দলে ভাঙন ঠেকাতে পারছেন না। সেকারণে মাত্র দু’বছরের মধ্যে বাধ্য হয়ে দল তুলে নিতে হচ্ছে তাঁকে।

আরও জানা গিয়েছে, জিটিএ–র একাধিক প্রাক্তন সভাসদ এই নতুন দল গঠনের জন্য একত্রিত হয়েছেন। পাশাপাশি জড়ো হয়েছেন, জনমুক্তি মোর্চার জনাকয়েক নেতা-সহ প্রাক্তন বিধায়ক। থাকছেন স্থানীয় টেলিভিশন চ্যানেলের কর্ণধার এবং স্বয়ং অজয় এডওয়ার্ড। এছাড়াও এই বিষয়ে পাহাড়ের প্রবীণ নেতা হরকা বাহাদুর ছেত্রীর সঙ্গেও আলোচনা চলছে বলে জানা গিয়েছে। দলের নামকরণ, সংবিধান-সহ পরবর্তী দলীয় রণনীতির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী ৬ নভেম্বর শিলিগুড়িতে মিলিত হচ্ছেন তাঁরা।

রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, নতুন দলের সভাপতি হতে পারেন অজয় অ্যাডওয়ার্ল্ড এবং সম্পাদক হতে পারেন নরেন্দ্র তামাং। সে ক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে যে, এই নতুন দলের হাত ধরে ফের গোর্খাল্যান্ডের জিগির উঠতে পারে। প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ নভেম্বর পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি সামনে রেখে হামরো পার্টি গঠন করেছিলেন অজয় এডওয়ার্ড। এবার নতুন দলেও সেই একই দাবি থাকবে।