শনিবার দুপুরে সাগরদ্বীপের সুমতি নগর এক নং গ্রাম পঞ্চায়েত এলাকার মহেন্দ্রগন্জের বাসিন্দা মৎস্যজীবী মৃত ইকবাল হোসেন ও সুমতি নগর দুই গ্রাম পঞ্চায়েতের বঙ্কিমনগরের বাসিন্দা মৃত মৎস্যজীবী দুই ভাই সফিরুল খাঁ , খুরশেদ খাঁ – এর পরিবারের হাতে , পরিবার পিছু দু লক্ষ টাকার চেক দিলেন সাগরের বিধায়ক সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা।
উপস্থিত ছিলেন সাগর ব্লকের বিডিও সুদীপ্ত মন্ডল সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন প্রধান সহ সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকগণ। এ খবর জানালেন সাগব্বীপের তরুণ সমাজসেবী কালিপদ মাইতি।
প্রসঙ্গত , সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন সাগদ্বীপের তিন মৎস্যজীবী জুন মাসের প্রথম সপ্তাহে পূর্ব মেদিনীপুরের সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে মারা যায়।
বেআইনীভাবে সমুদ্রে মাছ ধরতে গিয়ে মারা গেলেও মৃত মৎস্যজীবীদের অসহায় পরিবারের কথা ভেবে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকগণ বিপর্যয় মোকাবিলা দফতরের সহায়তায় আর্থিক সাহায্য দেয় মানবিকতা বোধকে মূল্য দিয়ে।
এদিন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মৃতদের নিকট জনের হাতে চেক দিয়ে জানান, প্রশাসন পাশে আছে। প্রয়োজনে অন্যান্য সাহায্যও দেওয়া হবে।